একশো কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে অভিনেতা প্রকাশ রাজকে এবার সমন ধরাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পঞ্জি স্কিম (চিটফান্ড) কেলেঙ্কারি মামলায় তামিলনাড়ুর এক স্বর্ণবিপণি সংস্থা অভিযুক্ত বলে ইডির দাবি। সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করেছেন অভিনেতা প্রকাশ রাজ। সেই সূত্রেই তাঁকে চেন্নাইয়ে ইডির আঞ্চলিক দফতরে তলব করা হয়েছে।
যে স্বর্ণবিপণি এই কেলেঙ্কারিতে অভিযুক্ত, তার নাম প্রণব জুয়েলার্স। সংস্থার প্রধান কেন্দ্র তামিলনাড়ুর ত্রিচিতে। এছাড়াও তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় এই সংস্থার বিক্রয়কেন্দ্র আছে। ইডি সূত্রে জানা গিয়েছে, ওই স্বর্ণবিপণি সংস্থা সোনা কিনে আর্থিক বিনিয়োগ এবং তার থেকে বিপুল অর্থ লাভ করার প্রলোভন দেখাত। এইভাবে সংস্থাটি মোট ১০০ কোটি টাকা গ্রাহকদের থেকে তুলেছে। সেই মামলাতেই অভিনেতা প্রকাশ রাজকে তলব করা হয়েছে। কারণ, তিনিই ছিলেন ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাঁর মুখ দেখিয়েই সংস্থাটি গ্রাহকদের বিশ্বাস অর্জন করত। আর, টাকা সংগ্রহ করত। তদন্তকারীরা এই ব্যাপারেই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন।
আরও পড়ুন- ব্রহ্মার কন্যা, কে এই ‘পানৌতি’? প্রধানমন্ত্রীকে বলায় কমিশন নোটিশ ধরাল রাহুল গান্ধীকে !
এর আগে স্বর্ণবিপণি সংস্থাটির বেশ কিছু শাখায় গত ২০ নভেম্বর হানা দিয়েছিলেন ইডির কর্তারা। তল্লাশিতে বেশ কিছু নথি, ২৪ লক্ষ টাকা এবং ১২ কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে। অভিযোগ উঠেছে, জনসাধারণকে প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করলেও বিপণি সংস্থাটি নির্দিষ্ট সময়ে সুদ-সহ অর্থ ফেরাতে পারেনি। সেই কারণেই সংস্থাটির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সেই তদন্তভার গিয়েছে ইডির হাতে। তার ভিত্তিতেই অভিনেতা প্রকাশ রাজকে তলব করা হয়েছে। এই পরিস্থিতিতে অবশ্য দমতে নারাজ অভিনেতা। তিনি সোশ্যাল মিডিয়া এক্স-এ তৃণমূল কংগ্রেসের স্লোগান ধার করে পোস্ট করেছেন, 'খেলা হবে'।
পেশাদার অভিনেতা হলেও প্রকাশ রাজ বিজেপি-বিরোধী রাজনীতিবিদ হিসেবেই পরিচিত। কয়েক মাস আগে ইসরোর চন্দ্রযান-৩, চাঁদের মাটি স্পর্শ করার সময় বিজেপি তা মোদী সরকারের সাফল্য হিসেবে তুলে ধরেছিল। পালটা, সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন অভিনেতা। শুধু তাই নয়, অতীতেও কৃষক আন্দোলন থেকে শুরু করে নানা সময় প্রকাশ রাজকে মোদী সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। যে কারণে, প্রকাশ রাজের বিরুদ্ধে বারবার সরব হয়েছে সংঘ পরিবার। চন্দ্রযান ৩-এর পর অভিনেতার বিরুদ্ধে কর্ণাটকের বগলকোট জেলায় অভিযোগও দায়ের করেছিলেন বিজেপি নেতৃত্ব। এর পর ইডির তলব! তার জেরে, বিভিন্ন মহল প্রশ্ন তুলছে, এই তলবের পিছনে অভিনেতার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও অন্যতম কারণ কি না!