Advertisment

Arvind Kejriwal ED: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, জেল থেকেই চালাবেন সরকার

Delhi CM Arvind Kejriwal: দিল্লি হাইকোর্ট এদিন আবগারি দুর্নীতি মামলায় তাঁকে সুরক্ষাকবচ দিতে অস্বীকার করে। তবে, গ্রেফতার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী থাকছেন। জেল থেকেই তিনি সরকার চালাবে বলেই জানিয়েছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি (আপ)।

author-image
IE Bangla Web Desk
New Update
Kejriwal, ED

জার্মানির পর আমেরিকাও কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ED Team Reaches Delhi CM Arvind Kejriwal's Residence: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন কাউকে গ্রেফতার, এই প্রথম ঘটল। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন উত্তর দিল্লির সিভিল লাইনে পৌঁছয় ইডি-র গোয়েন্দা দল। দিল্লি হাইকোর্ট এদিন আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রীকে সুরক্ষাকবচ দিতে অস্বীকার করে। এরপরই কেজরির বাসভবনে যান কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। তবে, গ্রেফতার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী থাকছেন। জেল থেকেই তিনি সরকার চালাবে বলেই জানিয়েছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি (আপ)।

Advertisment

এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্ট তাঁকে গ্রেফতারি থেকে রক্ষাকবচ দেয়নি। AAP একটি জরুরি শুনানির জন্য সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিতে একটি ইমেল লিখেছে। দিল্লি হাইকোর্ট আজ এর আগে আবগারি নীতির মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জবরদস্তিমূলক পদক্ষেপ থেকে সুরক্ষা দিতে অস্বীকার করার পরে বৃহস্পতিবার ইডি আধিকারিকদের একটি দল উত্তর দিল্লির সিভিল লাইনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে পৌঁছেছে। আবগারি নীতির মামলায় বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) নবমবারের জন্য কেজরিওয়ালকে তলব করেছিল।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রীকে এখনও পর্যন্ত মোট ৯ বার তলব করেছে ইডি। কিন্তু আট বারই হাজিরা এড়িয়ে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রীকে পাঠানো ইডির শেষ সমনের ভিত্তিতে হাজিরার সময় ছিল বৃহস্পতিবার। কিন্তু এদিন দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। যেখানে তাঁর রক্ষাকবচের আর্জি খারিজ করা হয়।

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ যাতে না করা হয় সেই আর্জিই এ দিন দিল্লি হাইকোর্টে জানানো হয়েছিল। কেজরিওয়াল আদালতে জানান, তিনি হাজিরা দিলেও যেন তাঁকে গ্রেফতার করা না হয়।কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। তারপরই সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় ইডি গোয়েন্দাদের একটি দল।

সুরক্ষাকবচ না থাকায় ইডি চাইলে দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারও করতেও কোনও বাধা নেই।

দিল্লি সরকারের তরফে ২০২১-২২ সালের আবগারি নীতিতে ঘুষের বিনিময়ে বেশ কিছু সুরা ব্যবসায়ীকে সুবিধা করে দেওয়া হয়েছিল বলে। আপ সরকার অভিযোগ উড়িয়ে দেয়। প্রণিত নয়া নীতিও পরে খারিজ করা হয়। সেই অভিযোগেরই তদন্ত চালাচ্ছে ইডি। দিল্লি আবগারি মামলায় দিন কয়েক আগেই বিআরএস নেত্রী কে কবিতাকে গ্রেফতার করেছে ইডি।বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি। এছাড়াও এই মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করা হয়েছে।

Arvind Kejriwal Enforcement Directorate delhi
Advertisment