'৩৭০ ধারার সমালোচনা করা অপরাধ নয়'- অধ্যাপককে বেকসুর খালাস শীর্ষ আদালতের। মহারাষ্ট্রের এক অধ্যাপক জাভেদ আহমেদ হাজাম ৫ আগস্ট, ২০১৯ কে 'কালো দিন' হিসাবে বর্ণনা করেছিলেন। এই নিয়ে ওই অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এই মামলার শুনানি চলাকালীন ৭ ই মার্চ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বলেছে, 'কেউ যদি সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সমালোচনা করে তবে সেটাকে কোন ভাবেই অপরাধ হিসাবে দেখা উচিত নয়'।
মহারাষ্ট্রের অধ্যাপক জাভেদ আহমেদ তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে 'পাকিস্তানকে স্বাধীনতা দিবসে অভিনন্দন জানানো' এবং 'জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সমালোচনা' করেন। এরপর ওই অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তিনি ৫ আগস্ট ২০১৯ দিনটিকে 'কালো দিন' হিসাবে বর্ণনা করেন।
শীর্ষ আদালত বলেছে, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি পুলিশকে আরও সংবেদনশীল হতে হবে। অধ্যাপক জাভেদ আহমেদ হাজমের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ভিত্তিতে, মহারাষ্ট্র পুলিশ তার বিরুদ্ধে IPC-এর 153 (A) ধারায় মামলা দায়ের করে। এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিল করে।
আরও পড়ুন : < LPG Cylinder Price: আন্তর্জাতিক নারী দিবসে মোদীর বিরাট উপহার, দেশবাসীকে বড় চমক নমোর! >
বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জল ভূঁইয়ার বেঞ্চে অধ্যাপক জাভেদ আহমেদ হাজমের মামলার শুনানি হয়। বেঞ্চ বলেছে যে ৫ আগস্ট, ২০১৯ কে 'কালো দিবস' হিসাবে ঘোষণা করা 'প্রতিবাদ এবং বেদনার প্রকাশ'। বেঞ্চ বলেছে, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে ভিন্নমত পোষণ করার অধিকারকে সম্মান করতে হবে। প্রতিবাদ করার সুযোগ গণতন্ত্রের একটি অপরিহার্য অঙ্গ'।