Advertisment

Dharmendra Pradhan On NEET UG 2024: NEET কেলেঙ্কারি নিয়ে দেশ জুড়ে হইচই! রাহুলের আক্রমণের পরই 'বড় আশ্বাস' কেন্দ্রের

এই বছর প্রায় 24 লক্ষ ছাত্রছাত্রী NEET পরীক্ষায় অংশ নিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Pradhan takes ‘moral responsibility’ for NEET ‘errors’, sets up high-level panel

বৃহস্পতিবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনের জন্য পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। (অনিল শর্মা)

Dharmendra Pradhan On NEET UG 2024: NEET-কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। মোদী সরকারকে নিশানা করেছে বিরোধী দলগুলি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, বিজেপি-আরএসএস শিক্ষাপ্রতিষ্ঠানকে হাইজ্যাক করার চেষ্টা করছে। NEET-পেপার ফাঁস নিয়ে হৈচৈ-এর মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে NEET কেলেঙ্কারি নিয়ে কোনও ধরণের রাজনীতি করা উচিত নয়। তিনি বলেন, আমাদের সিস্টেমের প্রতি আস্থা রাখতে হবে এবং সরকার কোনো ধরনের অসদাচরণ বরদাস্ত করবে না। পাশাপাশি NEET-কেলেঙ্কারির নৈতিক দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Advertisment

UGC-NET এবং NEET-UG পরীক্ষায় কথিত প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ চলছে। এদিকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব সরকারের তরফে একটি বড় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্বীকার করেছেন যে প্রাথমিকভাবে সরকারও এনটিএ থেকে অনিয়ম সম্পর্কে তথ্য পেয়েছে।

আরও পড়ুন : < Arvind Kejriwal Bail: কেজরির জামিন, স্বস্তির মাঝেও আপের ‘নতুন কাঁটা’, তৃতীয় মেয়াদে ফেরাই এখন চ্যালেঞ্জ! >

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, "বর্তমানে, সমস্ত বিষয় নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত করা হচ্ছে। এনটিএ-র সার্বিক উন্নতির জন্য একটি কমিটিও গঠন করা হচ্ছে…আমি এই দুর্ভাগ্যজনক ঘটনাটির দায় নিজের কাঁধেই নিচ্ছি। শিক্ষামন্ত্রী হিসেবে আমি কেলেঙ্কারির নৈতিক দায়িত্ব নিচ্ছি NEET এবং UGC NET এর ব্যাপারটা আলাদা।"

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আরও বলেন, "আমরা দেশের কোটি কোটি পড়ুয়াদের কাছে আমার পড়ুয়াদের স্বার্থ আমাদের জন্য সর্বাগ্রে। কাউকে তাদের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেওয়া হবে না, যেই দোষী হোক, কাউকে রেয়াত করা হবে না। বিহার পুলিশও তদন্ত করছে।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর উত্থাপিত প্রশ্নে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, "আমি শিশুদের আশ্বস্ত করতে চাই অপরাধীকে রেয়াত করা হবে না। আমাদের আমাদের সিস্টেমের প্রতি আমাদের বিশ্বাস থাকা উচিত। সরকার কোনো ধরনের অনিয়ম বা অসদাচরণ বরদাস্ত করবে না"।

আরও পড়ুন : < Narendra Modi on Intl Yoga Day: ‘তৃতীয়বার সরকার গঠন… বিশ্বকে স্থিতিশীলতার বার্তা’! জম্মু-কাশ্মীর নির্বাচন নিয়ে কী বললেন মোদী? >

এই বছর NEET পরীক্ষা নিয়ে চলমান গোলমালের মধ্যে, সরকারের পক্ষ থেকে প্রথম স্বীকৃতি এসেছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বীকার করেছেন যে 'কিছু নির্দিষ্ট এলাকায় কিছু ত্রুটি ঘটেছে'। পেপার ফাঁসের অভিযোগে বিহারে যে তদন্ত চলছে তার মধ্যেই এই স্বীকারোক্তি এসেছে। তিনি আরও বলেছিলেন যে এনটিএ-এর কাঠামো এবং কার্যকারিতা পর্যালোচনা করার জন্য একটি উচ্চ স্তরের কমিটি গঠন করা হবে। সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এনটিএ বাতিল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

CCTVs missing, unguarded strong-rooms: Review of NEET 2024 found glaring gaps in exam centres
সোমবার কলকাতায় NEET ফলাফলে কথিত দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে প্রতিবাদ করছেন AIDSO-এর সদস্যরা। (এক্সপ্রেস ছবি পার্থ পল)
UGC Net NEET-UG
Advertisment