Advertisment

Eid al fitr holidays 2018: ছুটি নিয়ে গুজব, তৎপরতা পুলিশের

Eid al fitr holidays 2018: ওই ভুয়ো নোটিসে দেখা যাচ্ছে, রাজ্য সরকারের তরফে আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ঈদের ছুটির ভুয়ো খবর: লালবাজারে তলব রাজস্থানের অতিরিক্ত মুখ্যসচিবকে

Eid al fitr holidays 2018: ঈদের ছুটি নিয়ে ভুয়ো পোস্ট

Eid al fitr holidays 2018: সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে বেশ কয়েকবার অশান্তি সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। তার জেরে গ্রেফতারিও হয়েছে। কিন্তু এ ব্যাপারে যে একটি বা একাধিক চক্র বেশ আঁটঘাট বেঁধেই কাজে নেমেছে তা স্পষ্ট হল আরও একবার। ইদের ছুটিতে রাজ্য সরকারের তরফ থেকে ছুটি নিয়ে ভুয়ো সরকারি নোটিস বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা শুরু হয়েছে। ওই ভুয়ো নোটিসে দেখা যাচ্ছে, রাজ্য সরকারের তরফে আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। নোটিসে বলা হয়েছে, একই সঙ্গে ১৬ জুন, শনিবারও ছুটি থাকবে রাজ্য সরকারের দফতর। ওই নোটিস অনুসারে সে ক্ষেত্রে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সরকারি দফতরে কাজ হবে না।

Advertisment

আরও পড়ুন, ফেসবুকে বিদেশিনী প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট, প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত সরকারি অফিসার

কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এ ধরনের ঘটনা কড়া হাতে মোকাবিলা করা হবে। গুজব যারা ছড়াচ্ছে, তাদের চাঁইদের পাকড়াও করা হবে বলে কলকাতা পুলিশের ফেসবুক পেজে জানানো হয়েছে। এর আগে, বাদুড়িয়া অশান্তির সময়েও অভিযোগ ছিল ঘটনার সূত্রপাত হয় একটি ফেসবুক পোস্ট ঘিরে। এর পরেও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি ও খবর পোস্ট করার দায়ে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এই রাজ্যেই।

kolkata police fake news eid
Advertisment