/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/bangladesh-student-movement.jpg)
বাংলাদেশের ছাত্র আন্দোলনের খবর সংগ্রহে গিয়ে প্রহৃত সাংবাদিকরা, রিপোর্ট সংবাদসংস্থার (ফোটো- সংগৃহীত)
ছাত্রবিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের কর্মীদের হাতে আটজন সাংবাদিক প্রহৃত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংবাদসংস্থা এএনআই। ওই আটজনের মধ্যে সংবাদ সংস্থা এ পি-র ফোটো জার্নালিস্টও রয়েছেন। এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো, ডেইলি বণিক বার্তা, এবং ফ্রি ল্যান্সার সাংবাদিকও মার খেয়েছেন। প্রথম আলো-কে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, আহত সাংবাদিকরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আওয়ামি লিগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লিগ এবং যুব সংগঠন আওয়ামি যুব লিগের সদস্যরা এই মারধোরের ঘটনায় যুক্ত বলে অভিযোগ। ঢাকার সায়েন্স ল্যাব ও ঝিগটোলা এলাকায় ছাত্রবিক্ষোভের সংবাদ সংগ্রহ করার সময়ে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রথম আলোর আহত সাংবাদিক দীপ্তকে উদ্ধৃত করে এএনআই ওই প্রতিবেদনে জানিয়েছে, ধানমণ্ডি ১ এলাকায় ব্যাপক সংখ্যায় জড়ো হয়েছিল ছাত্র লিগের সদস্যরা। তারা ছাত্রদের ধাওয়া করা শুরু করে। সাংবাদিক ও ছাত্ররা দৌড়োতে শুরু করলে লোহার রড নিয়ে চড়াও হয় ছাত্র লিগের সদস্যরা।
গত ২৯ জুলাই ঢাকার শহিদ রামিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এলাকায় বাসচাপা পড়ে দুই ছাত্রের মৃত্যু ঘটে। একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ।
আরও পড়ুন, বাংলাদেশের কিশোর-কিশোরীদের দৈত্যবধের অসম্ভব রূপকথা তৈরির গল্প!
এ ঘটনার পর থেকেই পথনিরাপত্তার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে বাংলাদেশের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। কঠোর ট্রাফিক আইন বলবৎ করার দাবিতে রাস্তা অচল করে চলছে বিক্ষোভ।