বালিতে G20 বৈঠকে প্রধানমন্ত্রী মোদী-জিনপিং কী নিয়ে কথা বলেছেন? জানিয়েছে বিদেশ মন্ত্রক। ২০২২ সালের নভেম্বরে বালিতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণের নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর ২০২২ সালে বালিতে অনানুষ্ঠানিকভাবে একে অপরের সঙ্গে দেখা করেন। এই শীর্ষ সম্মেলনেই ভারতকে ২০২৩ সালের জন্য G20-এর সভাপতিত্ব দেওয়া হয়। এবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে এই শীর্ষ বৈঠকে দুই নেতার মধ্যে কী কথোপকথন হয়েছে? গত বছর বালিতে G20 শীর্ষ সম্মেলনে নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।
দু দিন আগে জোহানেসবার্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনা কূটনীতিক ওয়াং ইয়ের মধ্যে বৈঠকের পর চিনের বিদেশমন্ত্রক দাবি করেছে যে গত বছরের নভেম্বরে জি-২০ সম্মেলনের ফাঁকে আলোচনায় চিনা প্রেসিডেন্ট শি জিংপিং এবং মোদী দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করার বিষয়ে আলোচনা করেছেন। দু'দেশই এই বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্য পৌঁছেছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, "গত বছর বালিতে G20 সম্মেলনের সময়, প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি শি জিনপিং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশভোজের শেষে শুভেচ্ছা বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়, দুই নেতাই সীমান্ত সম্পর্ক স্থিতিশীল করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন"।
২০২০ সালের মে মাসে ভারত-চিন সীমান্তে অচলাবস্থার পর এই দুই নেতার প্রথমবারের মত গত বছরের নভেম্বরে জি-২০ সম্মেলনে দুই রাষ্ট্রনেতা দেখা করেন। অরিন্দম বাগচি আরও বলেন, "আমরা দৃঢ়ভাবে বলেছি যে সমগ্র সমস্যা সমাধানের মূল চাবিকাঠি হল ভারত-চীন সীমান্তের পশ্চিম সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতির সমাধান করা এবং সীমান্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনা"।
নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ২৪ জুলাই জোহানেসবার্গে ব্রিকস দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে ওয়াংয়ের সঙ্গে দেখা করেন। দিল্লিতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে চিনা প্রেসিডেন্ট জিংপিং অংশ নেবেন কিনা জানতে চাইলে অরিন্দম বাগচি জানিয়েছেন, 'সমস্ত আমন্ত্রিত নেতাদের অংশগ্রহণের মাধ্যমে ভারত জি-২০ সম্মেলনের সাফল্যের জন্য সমস্ত প্রচেষ্টা এবং প্রস্তুতি নিচ্ছে'।
রাশিয়া নিয়ে কি বলল ভারত!
আফ্রিকান ইউনিয়নকে G20-এর স্থায়ী সদস্য করার জন্য ভারতের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, "আমরা আশাবাদী যে এটি হবে।" পাশাপাশি তিনি আরও বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা এখনই সম্ভব নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাবকে সমর্থন করার অভিযোগের বিষয়ে বাগচি বলেন, এ বিষয়ে তার কাছে কোন তথ্য নেই। তবে রাশিয়া যদি (রেজোলিউশন) সমর্থন করে তবে সেটা নিঃসন্দেহেই ভাল" ।