বাইডেনকে হত্যার হুমকি। এফবিআই অভিযানে নিহত হলেন অভিযুক্ত ব্যক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ শহরে এফবিআই এজেন্টরা ক্রেগ রবার্টসনের বাড়িতে অভিযান চালায়। প্রেসিডেন্ট জো বিডেনকে হত্যার হুমকি দিয়েছিলেন এই ব্যক্তি। বুধবার বিডেনের রাষ্ট্রীয় সফরের আগে, এফবিআই এজেন্টরা রবার্টসনকে গেফতার ও তার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় গোলাগুলির ঘটনা ঘটে। গুলিতে নিহত হন তিনি।
Advertisment
তদন্তকারী কর্মকর্তারা বলেছেন যে রবার্টসন, ডোনাল্ড ট্রাম্পের একজন এক অন্ধ সমর্থক। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 'একটি স্নাইপার রাইফেল' এবং অন্যান্য বেশ কয়েকটি অত্যাধুনিক অস্ত্র।
রবার্টসনের বিরুদ্ধে তিনটি অভিযোগ রয়েছে। যার মধ্যে প্রেসিডেন্ট বাইডেনকে হত্যার হুমকি। ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রভাবিত করা, বাধা দেওয়া এবং প্রতিশোধ নেওয়ার হুমকি। রবার্টসন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকেও হুমকি দিয়েছেন বলে এফবিআই সূত্রে খবর।
তদন্তকারীরা একটি হলফনামায় জানিয়েছেন, এফবিআই এজেন্টরা গত মার্চে রবার্টস্টনকে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে গেলে রবার্টসন এজেন্টদের সঙ্গে কোন কথা বলেননি।