নবমীর সকালেই দুঃসংবাদে ছাড়খাড়! বৃদ্ধ শিখ ব্যক্তিকে বারবার ঘুষি, নিউইয়র্কে মৃত্যু, ঘৃণা প্রত্যাখ্যানের আবেদন মেয়রের। নিউ ইয়র্ক সিটিতে একটি গাড়ি দুর্ঘটনার পরে বারবার ঘুষি মারা হয় বৃদ্ধকে। মাথায় আঘাতের জেরে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস গত সপ্তাহে হামলার ঘটনায় শহরের এক বৃদ্ধ শিখ ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। রবিবার এক্স-এ এই বার্তায় অ্যাডামস বলেছিলেন যে জসমীর সিং (৬৬) নিউ ইয়র্ক সিটিকে "ভালোবাসতেন" এবং "তার এই মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া কঠিন"।
তিনি আরও লিখেছেন, "সকল নিউ ইয়র্কবাসীর পক্ষ থেকে, আমি আপনার আত্মার শান্তি কামনা করছি। সেই সঙ্গে আপনার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। একটা নির্দোষ জীবনের বিনিময়ে আমি নিউ ইয়র্ক বাসীকে ঘৃণাকে প্রত্যাখ্যান করার আবেদন জানাচ্ছি”। অন্য একটি টুইটে, অ্যাডামস বলেছেন তিনি চলতি সপ্তাহে শহরের শিখ নেতাদের সাথে এই চ্যালেঞ্জিং মুহুর্তে এই বিষয়ে নিয়ে আলোচনা করবেন।
উল্লেখ্য নিউইয়র্ক সিটিতে একটি গাড়ি দুর্ঘটনার জেরে বৃদ্ধকে বারে বারে মাথায় আঘাত করা হয়। সেই অভিঘাতে তিনি মারা যান। গুরুতর অবস্থায় তাকে কুইন্সের জ্যামাইকা হাসপাতালের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে ১৯ অক্টোবর আক্রমণের একদিন পরে তাঁর মৃত্যু হয়।
ডেইলি নিউজ জানিয়েছে এই ঘটনায় গিলবার্ট অগাস্টিনকে ২০ অক্টোবর গ্রেফতার করা হয়। ক্রিস্টোফার ফিলিপেক্স নামে ২৬ বছর বয়সী একজনকে মাত্র কয়েকদিন আগেই একই ধরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধের অভিযোগ আনা হয়।
ফিলিপিয়াক্স, ২০২১ সালের জুলাই মাসে ডাকাতির চেষ্টার অপরাধে দু বছরেরও বেশি সময় কারাগারে থাকার পর শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি পান। গত সপ্তাহে, ১৯ বছর বয়সী এক শিখ কিশোর যখন রিচমন্ড হিলে বাসে চড়ে গুরুদ্বারে যাওয়ার সময় লাঞ্ছিত হয়েছিলেন। ক্রিস্টোফার ফিলিপেউক্স, তাকে মাথার পিছনে ঘুষি মারেন, তার পাগড়ি ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ।