Election Commission: আজই ঘোষণা হতে পারে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। নির্বাচন কমিশন (ইসি) শুক্রবার সকালে ঘোষণা বিকেল ৩টেয় সংবাদ সম্মেলন করে "বিধানসভা নির্বাচনের" নির্ঘন্ট ঘোষণা করবে। যদিও কমিশন কোন কোন রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট করতে চলেছে সেবিষয়ে বিস্তারিত কিছু জানায় নি। তবে আশা করা হচ্ছে কমিশন আজ শুক্রবার সংবাদ সম্মেলনে হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে চলেছে।
আরও পড়ুন - < ISRO: বিশ্বকে চমকে দিয়ে মহাকাশে দাপট দেখাল ইসরো, বিপর্যয়ের আগেই মিলবে চূড়ান্ত সতর্কতা >
হরিয়ানা বিধানসভার মেয়াদ আগামী নভেম্বরে শেষ হচ্ছে এবং সুপ্রিম কোর্টের একটি রায়ে বলা হয়েছে যে জম্মু ও কাশ্মীরে নির্বাচন আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪-র মধ্যে করতে হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস এর আগে জানিয়েছিল যে কমিশন জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট একই সঙ্গে ঘোষণা করবে।
আরও পড়ুন - < RG Kar: আরজি কর কাণ্ডে সুনামি গতিতে ছড়াচ্ছে প্রতিবাদের আগুন, দেশ জুড়ে চিকিৎসা পরিষেবা স্তব্ধের ডাক IMA-র >
J&K এবং হরিয়ানা সফরের পরে, বুধবার স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার সঙ্গে কমিশন জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক আলোচনা করেছে। সূত্রের মতে,কমিশনের অনুমান প্রতি কেন্দ্রে গড়ে ১৫-২০ 20 প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। J&K বিধানসভায় মোট 90টি আসন রয়েছে। জানা গিয়েছে সকল প্রার্থী্র নিরাপত্তার ব্যবস্থা করতে মোট ১৬ হাজার নিরাপত্তাকর্মীর প্রয়োজন হবে।