Advertisment

এনআরআই ভোটারদের জন্য় পোস্টাল ব্য়ালটে সায় কমিশনের

পোস্টাল ব্য়ালট মারফত এনআরআই ভোটারদের ভোট দেওয়ায় ছাড়পত্র দিতে সরকারের দ্বারস্থ হয়েছে কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
ec, নির্বাচন কমিশন

প্রতীকী ছবি।

পোস্টাল ব্য়ালটের মাধ্য়মেই এবার ভোট দিতে পারবেন এনআরআই ভোটাররা। এ ব্য়াপারে সায় দিল নির্বাচন কমিশন। পোস্টাল ব্য়ালট মারফত এনআরআই ভোটারদের ভোট দেওয়ায় ছাড়পত্র দিতে সরকারের দ্বারস্থ হয়েছে কমিশন।

Advertisment

গত সপ্তাহে আইন মন্ত্রককে এ প্রসঙ্গে কমিশন জানিয়েছে যে, আগামী বছর অসম, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরিতে নির্বাচনে এনআরআই ভোটারদের ইলেক্ট্রোনিক্য়ালি ট্রান্সমিটেড পোস্টাল ব্য়ালট দিতে তারা প্রস্তুত।

উল্লেখ্য়, বর্তমানে দেশের বাইরে বসবাসকারী ভোটাররা তাঁদের নিজেদের কেন্দ্রেই কেবল ভোট দিতে পারেন।

আরও পড়ুন: ব্রহ্মপুত্রের উপরে বিশাল বাঁধ গড়ছে চিন, সমস্যায় পড়তে পারে ভারত

আইন মন্ত্রকে পাঠানো কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, কোনও এনআরআই ভোটার যদি পোস্টাল ব্য়ালটে ভোট দিতে চান, তাহলে তাঁকে নির্বাচনী বিজ্ঞপ্তি জারির ৫ দিনের মধ্য়ে রিটার্নিং অফিসারকে জানাতে হবে। তথ্য় মেলার পর ইলেক্ট্রনিক মাধ্য়মে ব্য়ালট পেপার পাঠাবেন রিটার্নিং অফিসার। ব্য়ালট প্রিন্টআউটে নিজের পছন্দের প্রার্থীকে চিহ্নিত করে তা ফেরত পাঠাবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট এনআরআই ভোটার যে দেশে থাকেন, সেখানকার ভারতের কনস্য়ুলার রিপ্রেজেন্টেটিভ বা কোনও কূটনীতিক দ্বারা নিযুক্ত একজন আধিকারিকের জারি করা বিবৃতি সহযোগে পাঠাতে হবে।

তবে, এটা এখনও স্পষ্ট নয় যে, সাধারণ ডাক বিভাগে নাকি ভারতীয় দূতাবাসে ব্য়ালট পেপারটি ফেরত দেবেন ভোটার।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment