Advertisment

৫ রাজ্যের নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা করতে চলেছে কমিশন, ফাইনালের আগে রক্তচাপ বাড়ছে বিজেপির

সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
assembly election dates, assembly elections in 5 states, dates for assembly elections in 5 states, assembly elections on which dates?, election commission of india, Telangana assembly election date, Rajasthan assembly election date, Chhattisgarh assembly election date, Mizoram assembly election date, madhya Pradesh assembly election date, BJP, Congress, BRS, assembly election news, election news latest",

সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন।

রাজস্থান, মধ্যপ্রদেশ সহ ৫টি রাজ্যের বিধান সভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। আজ দুপুর ১২টায় নির্ঘন্ট ঘোষণা করবে কমিশন।

Advertisment

সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনকে 'সেমিফাইনাল' হিসেবে দেখছে পদ্মশিবির। এর মধ্যে বেশি চর্চা রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় নিয়ে।

৪০ আসন বিশিষ্ট মিজোরাম বিধানসভার মেয়াদ ডিসেম্বরে শেষ হতে চলেছে। যেখানে ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভার মেয়াদ জানুয়ারিতে শেষ হবে। অন্যদিকে ২৩০ বিধানসভা আসন নিয়ে গঠিন মধ্যপ্রদেশ বিধানসভা, ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভা এবং ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভার মেয়াদও জানুয়ারিতেই শেষ হচ্ছে।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম ও তেলেঙ্গানায় এক দফায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানা গিয়েছে। ২০১৮ সালেও একই ঘটনা ঘটেছে। ছত্তিশগড়ে দুই দফায় বিধানসভা নির্বাচন হতে পারে। তবে কোন রাজ্যে কবে নির্বাচন হবে তা সোমবারই স্পষ্ট করে দেবে নির্বাচন কমিশন।

কার মধ্যে প্রতিযোগিতা কোথায়?

রাজস্থানে কংগ্রেস বনাম বিজেপির হাড্ডহাডি লড়াই বিধানসভা নির্বাচনে দেখা যাবে। এছাড়া কয়েকটি আসনে বিএসপি ও অন্যান্য দলের প্রভাব কমবেশি লক্ষ্য করা যাচ্ছে। একই অবস্থা মধ্যপ্রদেশেও। ছত্তিশগড়েও কংগ্রেস বনাম বিজেপির মধ্যে লড়াই। তেলেঙ্গানায় প্রতিদ্বন্দ্বিতায় বিআরএস, কংগ্রেস এবং বিজেপির মধ্যে । মিজোরামে কংগ্রেস মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং জোরাম পিপলস মুভমেন্টের মধ্যেই হতে চলেছে ভোটের লড়াই।

election commission
Advertisment