Advertisment

Electoral bonds: নির্বাচনী বন্ড সম্পর্কিত তথ্য হস্তান্তর কমিশনকে, শীর্ষ আদালতে হলফনামা দিয়ে জানাল SBI

এসবিআই মঙ্গলবার নির্বাচন কমিশনে ডিজিটাল ফর্ম্যাটে নির্বাচনী বন্ডের বিশদ বিররণ জমা দিয়েছে

author-image
IE Bangla Web Desk
New Update
sbi, supreme court, electoral bonds data

15 ফেব্রুয়ারী, SC নির্বাচনী বন্ড প্রকল্পটি বাতিল করে এবং SBI-কে বন্ডের বিশদ বিবরণ দিতে বলে (এক্সপ্রেস ফাইল ছবি)

নির্বাচনী বন্ড সম্পর্কিত কী তথ্য ইসির কাছে হস্তান্তর করা হয়েছিল, এসবিআই নিজেই সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করে বলেছে।

Advertisment

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বুধবার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে তারা নির্দেশ অনুসারে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী বন্ড সম্পর্কিত তথ্য হস্তান্তর করেছে। ব্যাংকের চেয়ারম্যান বলেন, তার পক্ষ থেকে যারা নির্বাচনী বন্ড কিনেছেন তাদের নামসহ বন্ড কেনার পরিমাণ কমিশনকে দেওয়া হয়েছে।

ব্যাংকটি জানিয়েছে যে তারা নির্বাচন কমিশনকে এই নির্বাচনী বন্ড প্রদানের তারিখ সম্পর্কে অবহিত করেছে। এর সঙ্গে যেসব রাজনৈতিক দলকে অনুদান দেওয়া হয়েছে তাদের নামও দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই দানের মূল্য সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) নির্বাচনী বন্ড সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশ মেনে নির্বাচন কমিশনকে বণ্ড সংক্রান্ত তথ্য প্রদান করেছে । বুধবার SBI-এর তরফে সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করা হয়। যার মাধ্যমে ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ কুমার খারা বলেছিলেন - 'আমরা দেশের সর্বোচ্চ আদালতের আদেশ অনুসরণ করেছি। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনকে (ইসি) প্রদান করা হয়েছে'।

SBI-এর মতে, "২২,২১৭ বন্ড ১ এপ্রিল, ২০১৯ থেকে ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ এর মধ্যে কেনা হয়েছিল৷ এর মধ্যে ২২,০৩০ নির্বাচনী বণ্ডের অনুদান রাজনৈতিক দলের তরফে নগদ করা হয়েছিল৷ যে বন্ডগুলি কেউ নগদ করেনি সেগুলির অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। এসবিআই একটি পেনড্রাইভের মাধ্যমে পাসওয়ার্ড সুরক্ষিত পিডিএফ ফাইল আকারে বন্ড সংক্রান্ত বিশদ তথ্য কমিশনের কাছে হস্তান্তর করেছে"।

sbi
Advertisment