Advertisment

ভোটের মাসে হাজার কোটির বেশি নির্বাচনী বন্ড বিক্রি, শীর্ষে কোন রাজ্য?

৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ১,০০৬.০৩ কোটি টাকার নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে

author-image
IE Bangla Web Desk
New Update
"Electoral bonds, Electoral bonds SBI, State Bank of India, Electoral bonds State Bank of Hyderabad, Electoral bonds hyderabad, Electoral bonds telangana elections, Indian express"

৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ১,০০৬.০৩ কোটি টাকার নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) তথ্য অনুসারে, তেলেঙ্গানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং মিজোরাম সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের সময় সর্বোচ্চ হাজার কোটির বেশি নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস তথ্যের অধিকার সংক্রান্ত আইনের অধীনে এসবিআইয়ের তরফে যে ডেটা পেয়েছে তাতে দেখা গিয়েছে ৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ১,০০৬.০৩ কোটি টাকার নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিআই-এর মাধ্যমে জানতে পেরেছে যে ২০১৮ সালে, যখন ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত নির্বাচনী বন্ড বিক্রি হয়েছিল, তখন মোট বিক্রির পরিমাণ ছিল ১৮৪.২০ । ওই বছর নভেম্বর-ডিসেম্বরে এই পাঁচ রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।এইবার নির্বাচনী বন্ড বিক্রয়ে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ শীর্ষে রয়েছে (৩৫৯ কোটি টাকা), এরপর রয়েছে মুম্বই (২৫৯.৩০ কোটি টাকা) এবং তৃতীয় স্থানে রয়েছে দিল্লি (১৮২.৭৫ কোটি টাকা)। তথ্য দেখায় যে বেশিরভাগ তহবিল হায়দরাবাদ, মুম্বাই এবং দিল্লি থেকে এসেছে।

সরকার ২০১৮ সালে রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতার নামে এই প্রকল্পটি শুরু করেছিল। তবে দাতাদের পরিচয় গোপন রাখায় সমালোচকরা একে অস্বচ্ছ বলে অভিহিত করেছেন। SBI একমাত্র ব্যাঙ্ক যা ইলেক্টোরাল বন্ড ইস্যু করার জন্য অনুমোদিত৷ ২০১৮ সাল থেকে ২৯ টি ধাপে পোল বন্ড স্কিমের মাধ্যমে দলগুলির সংগৃহীত মোট পরিমাণ এখন ১৫,৯২২.৪২ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে ১ নম্বরে রয়েছে বিজেপি। সেদিক থেকে অনেক পিছিয়ে কংগ্রেস। দ্বিতীয় স্থানে রয়েছে টিএমসি।

Election
Advertisment