Advertisment

এলগার পরিষদ: সোমা সেন সহ পাঁচজনের বিরুদ্ধে পাঁচহাজার পৃষ্ঠার চার্জশিট

এফআইআরে অভিযোগ করা হয়েছিল মাওবাদী রণকৌশল অনুসারে অভিযুক্তরা দলিতদের বিপথচালিত করে তাদের মধ্যে হিংসাত্মক ভাবনা চারিয়ে দিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

৫০০০ পৃষ্ঠার চার্জশিট

এলগার পরিষদ কাণ্ডে ৫ অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল পুনে সিটি পুলিশ। মাওবাদীদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই পাঁচজনকে জুন মাসে গ্রেফতার করা হয়।

Advertisment

যাঁদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে তাঁরা হলেন, রোনা উইলসন, নাগপুরের আইনজীবী সুরেন্দ্র গ্যাডলিং, নাগপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপর সোমা সেন, প্রধান মন্ত্রী গ্রমোন্নয়নের প্রাক্তন মহেশ রাউত এবং রিপাবলিকান প্যান্থার্সের সুধীর ধাওয়ালে।

আরও পড়ুন, এলগার পরিষদ: সুধা ভরদ্বাজ, ভার্নন গনজালভেজ ও অরুণ ফেরেইরার জামিনের আবেদন খারিজ

এই মামলার তদন্তকারী অফিসার এসিপি শিবাজি পাওয়ার অতিরিক্ত সেশনস জাজ কেডি ভাডানের আদালতে যে চার্জশিট দাখিল করেছেন, তা ৫০০০ পৃষ্ঠার।

গত ৮ জানুয়ারি পুনের বাসিন্দা তুষার দামগুডে এ ব্যাপারে এফআইআর করেন। ওই এফআইআরে প্রাথমিকভাবে নাম ছিল হর্ষালি পোতদার ও সুধীর ধাওয়ালের। এ ছাড়া পুনের কবির কালা মঞ্চের সাগর গোরখে, রমেশ গাইচোর, জ্যোতি জগতাপ এবং দীপক ঢেংলের নামও ছিল ওই এফআইআরে।

এফআইআরে অভিযোগ করা হয়েছিল মাওবাদী রণকৌশল অনুসারে অভিযুক্তরা দলিতদের বিপথচালিত করে তাদের মধ্যে হিংসাত্মক ভাবনা চারিয়ে দিয়েছিল।

গত ৬ জুন পুলিশ রোনা উইলসন, সুরেন্দ্র গ্যাডলিং, সোমা সেন সুধীর ধাওয়ালে এবং মহেশ রাউতকে গ্রেফতার করে। পুলিশের অভিযোগ, নিষিদ্ধ সিপিআই মাওবাদী সংগঠনের অর্থ এলগার পরিষদে ব্যয় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এঁদের সকলের বিরুদ্ধেই ইউএপিএ-তে অভিযু‌ক্ত করা হয়েছে।

গত ২৮ অগাস্ট দ্বিতীয় দফায় গ্রেফতার করে পুলিশ। যাঁদের বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করা হয়, তাঁরা হলেন আইনজীবী সুধা ভরদ্বাজ, ভারভারা রাও, ভার্নন গনজালভেজ, অরুণ ফেরেইরা এবং গৌতম নওলাখা।

Read the Full Story in English

Advertisment