Advertisment

শয্যাশায়ী ভারাভারা রাও, পরিবারের কাতর আবেদনেও জামিনে 'না' হাইকোর্টের

“তিনি স্মরণশক্তিহীন এবং শয্যাশায়ী। এছাড়াও ইউরিনারি সমস্যাতেও ভুগছেন। এই মুহুর্তে তাঁকে সরিয়ে না গেলে জেলের মধ্যে মৃত্যু হতে পারে।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল চিত্র

ভিমা কোরেগাঁও মামলায় গ্রেফতার হওয়া সমাজকর্মী ভারাভারা রাওয়ের জামিনের আবেদন নাকচ করল বম্বে হাইকোর্ট। বরং বৃহস্পতিবার জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং তালোজা কারা কর্তৃপক্ষকে এলগার পরিষদ মামলার অভিযুক্ত তেলুগু কবি-লেখক ভারভারা রাওর ভিডিওর মাধ্যমে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন।

Advertisment

আদালতের তরফে জানান হয়, "ভিডিওর মাধ্যমে শারীরিক অবস্থা মূল্যায়ন করা সম্ভব না হলে চিকিৎসকেরা তালোজা জেলে গিয়ে তাঁকে দেখে আসতে পারবেন। নভেম্বরের ১৬ তারিখের মধ্যে সেই রিপোর্ট জমা করতে হবে।" বৃহস্পতিবার বিচারপতি এ কে মেনন ও বিচারপতি এস পি তাভাদের বেঞ্চ তালোজা জেল থেকে মুক্তি চেয়ে ভারাভারার স্ত্রী রিট পিটিশনের শুনানি করছিলেন। আবেদনে বলা হয়েছিল ২০১৮ সাল থেকে কারা কতৃপক্ষ লেখক-কবিকে যথাযথ চিকিৎসা দিচ্ছে না।

বৃহস্পতিবার ভারাভারা রাওয়ের স্ত্রী'র হয়ে প্রতিনিধিত্ব করা সিনিয়র কাউন্সেল ইন্দিরা জয়সিং কবিকে নানাবতী হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলেন এবং বলেছিলেন, “তিনি স্মরণশক্তিহীন এবং শয্যাশায়ী। এছাড়াও ইউরিনারি সমস্যাতেও ভুগছেন। এই মুহুর্তে তাঁকে সরিয়ে না গেলে জেলের মধ্যে মৃত্যু হতে পারে।"

এনআইএ তার হলফনামায় বলেছিল যে রাওর স্বাস্থ্য "ভাল ছিল না", তবে তালোজা জেলের চিকিৎসকরা নিয়মিত তাঁর অবস্থা পর্যবেক্ষণ ও পরীক্ষা করে দেখছিলেন এবং প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা গ্রহণ করছিলেন।

Read the full story in English

Advertisment