EVM Controversy: ইভিএম নিয়ে বিস্ফোরক ইলন মাস্ক। মার্কিন প্রেসিডনেট নির্বাচনের আগে ইভিএম হ্যাকিং নিয়ে সরব হয়েছেন তিনি।
বারে বারে দেশে নির্বাচনের আগে ইভিএম নিয়ে একাধিক অভিযোগ জানিয়েছিল বিরোধী দল। এবার রাহুল গান্ধী-স্যাম পিত্রোদা,মমতা বন্দোপাধ্যায়ের সুরে সুর মেলালেন টেসলার সিইও ইলন মাস্ক।
হ্যাক হতে পারে ইলেট্রনিক ভোটিং মেশিন! এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছেন তিনি। আর এই অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে EVM বাতিল করার দাবি জানিয়েছেন মাস্ক।
কী বলেছেন ইলন মাস্ক? তিনি অভিযোগ করেছেন আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্সিকে ব্যবহার করে সহজেই ইভিএমকে হ্যাক করা সম্ভব। এর পাশাপাশি ইভিএমে ভোট গ্রহণ বাতিল করা উচিত বলে এক্স প্ল্যাটফর্মে দাবিও করেছেন তিনি।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিস্ফোরক দাবি করেছেন ইলন মাস্ক। পাশাপাশি আমেরিকার নির্বাচন থেকে ইভিএম অপসারণের দাবি জানিয়েছেন তিনি।
কেনেডি জুনিয়র, যিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি নির্বাচনে ইভিএম বন্ধের দাবিতে সরব হয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন। পাশাপাশি তিনি এও দাবি করেছেন ব্যালট পেপারে ভোটগ্রহণ করতে হবে।
আরও পড়ুন : < Amarnath Yatra-Amit Shah: অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা! ঘুম উড়েছে প্রশাসনের, জরুরি বৈঠক অমিত শাহের >
রবার্ট জন এফ কেনেডির এই পোস্টটিতে কমেন্ট করে মাস্ক বলেন, ইভিএম হ্যাক করা যায়। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে অবশ্যই ইভিএম খারিজ করা উচিত। মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, "আমাদের ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলিকে অবিলম্বে বাদ দেওয়া উচিত। ইভিএমে AI-এর মাধ্যমে হ্যাক হওয়ার ঝুঁকি রয়েছে"। নির্বাচনের স্বার্থে কাগজের ব্যালটে ফেরার আহ্বানও জানান তিনি।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন এবং প্রাক্তন প্রেসিডনেট ডোনাল্ড ট্রাম্প আবারও ২০২৪ সালের নির্বাচনে একে অপরের মুখোমুখি হবেন।