তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ইহুদি-বিরোধিতা বৃদ্ধির অভিযোগে বেশ কিছুদিন ধরেই সমালোচনায় তিরবিদ্ধ শিল্পপতি ইলন মাস্ক। এই পরিস্থিতিতে সোমবার তিনি ইজরায়েল সফর করলেন। গেলেন কেফার আজ্জা কিবুতজ-এ। গত মাসে ৭ অক্টোবর, এই কিবুটজেই হামাস জঙ্গিদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন ইজরায়েলিরা। মাস্ক, ইজরায়েলের শীর্ষ নেতাদের সঙ্গেও দেখা করেন। সফরে মাস্কের সঙ্গে ছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও। মাস্কের পরনে ছিল সেনার পোশাক। তাঁকে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা এসকর্ট করে নিয়ে যান। নেতানিয়াহুর অফিস থেকে প্রকাশিত ভিডিও অনুসারে মাস্ক নিজের ফোন দিয়ে ধ্বংসযজ্ঞের স্থানের ছবি এবং ভিডিও তোলেন।
ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজের সঙ্গেও মাস্কের দেখা করার কথা ছিল। ইজরায়েলে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তৈরি হয়েছে একটি বিশেষ মন্ত্রিসভা। গ্যান্টজ বর্তমানে তার অংশ। মাস্ককে আমন্ত্রণ জানানো হয়েছিল, নাকি তিনি নিজে থেকেই ইজরায়েল সফর করলেন, সেই ব্যাপারে অবশ্য কিছুই বলতে চাননি তেল আভিভের সরকারি মুখপাত্র আইলন লেভি। এক্স, পূর্বে টুইটার নামে পরিচিত ছিল। সেখানে এই ব্যাপারে লেভির কাছে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু, লেভি কোনও জবাব দেননি। ইজরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোমো কার্হি, সোমবার একটি চুক্তির ব্যাপারে টুইট করেন। তিনি জানান যে তাঁর দফতর মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানির সঙ্গে চুক্তি করছে।
এই ব্যাপারে বিশদ বিবরণ না-দিয়েই কার্হি লিখেছেন, 'এই উল্লেখযোগ্য চুক্তির ফলস্বরূপ, স্টারলিংক স্যাটেলাইট ইউনিটগুলো যোগাযোগ মন্ত্রকের অনুমোদন নিয়ে গাজা উপত্যকা-সহ ইজরায়েলে চালানো যেতে পারে।' মাস্ক গত বছর স্টারলিংক স্যাটেলাইট ইউনিট কেনার পর থেকে প্ল্যাটফর্মে ইহুদি-বিরোধী বার্তা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অভিযোগের কারণে বাধ্য হয়ে মাস্কের লোকজন X-এ ক্রমবর্ধমান আকারে বিষয়বস্ত যাচাই-বাছাই করছেন। তাতেও ডিজনি এবং আইবিএম-সহ বেশ কয়েকটি বড় ব্র্যান্ড X প্ল্যাটফর্মে বিজ্ঞাপন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসেবে অ্যাডভোকেসি গ্রুপ মিডিয়া ম্যাটারস জানিয়েছে যে X প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে নাৎসিপন্থী উপাদান দেখানো হচ্ছে। মাস্ক একটি ইহুদিবিরোধী ষড়যন্ত্র তত্ত্বকে সমর্থন করছেন।
আরও পড়ুন- রেলযাত্রীদের জন্য বিরাট সুখবর! এবার ট্রেনেই প্লেনের পরিষেবা
তাঁর সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে মাস্ক চলতি মাসে X-এ প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁকে শ্বেতাঙ্গ লোকদের প্রতি ইহুদিদের ঘৃণার এবং ইহুদিদের প্রতি শ্বেতাঙ্গদের উদাসীনতার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। জবাবে মাস্ক বলেন, 'আপনি সত্যিই বলছেন।' নেতানিয়াহু শেষবার সেপ্টেম্বরে মাস্কের সঙ্গে দেখা করেছিলেন। সেই সময়ও তিনি টেসলার সিইওকে ইহুদিদের ব্যাপারে এক বিতর্কিত মন্তব্য করেছিলেন।