Elon Musk On Keir Starmer: ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে নির্বাচনের আগেই অপসারণের 'মাস্টারপ্ল্যান'! ভয়ঙ্কর অভিযোগের তির ধনকুবের ইলন মাস্কের দিকে। এই মিডিয়া রিপোর্ট ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন ইলন মাস্ক। মার্কিন ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে মাস্কের মাথা ছিল বলেও একাধিক মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এবার মাস্কের চোখ ব্রিটিশ রাজনীতির দিকে। তিনি আসন্ন নির্বাচনের আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পদ থেকে অপসারণ করতে ঘুঁটি সাজিয়েছেন। হ্যাঁ, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যে নির্বাচনের আগে স্টারমারকে পদ থেকে অপসারণের বিষয়ে ইলন মাস্ক তার সহকর্মীদের সাথে গোপনে আলোচনা করেছিলেন।
স্টারমারের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনেন ইলন মাস্ক। মাস্কের অভিযোগের পর, বিরোধী কনজারভেটিভ পার্টি উত্তর ব্রিটেনে শিশুদের বিরুদ্ধে কয়েক দশক ধরে সংঘটিত যৌন অপরাধের বিষয়ে জাতীয় পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে। মাস্ক দাবি করেছেন স্টারমার তার মেয়াদে পাকিস্তানি গ্রুমিং গ্যাংয়ের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেননি।
পাকিস্তানি গ্রুমিং গ্যাং উত্তর ব্রিটেনের শহরগুলিতে বেশ সক্রিয়। তাদের বিরুদ্ধে শ্বেতাঙ্গ ব্রিটিশ মহিলাদের প্রেমের ফাঁদে ফেলে তাদের যৌন নির্যাতন মাদকাসক্তির পাশাপাশি জীবন ধ্বংস করার অভিযোগ রয়েছে। এই গ্যাংগুলির বেশিরভাগ সদস্যই পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানা গেছে।
কনজারভেটিভ পার্টি তদন্তের দাবি জানিয়েছে,ইলন মাস্কের অভিযোগের পর, কনজারভেটিভ পার্টি বিষয়টির গভীর তদন্তের দাবি জানিয়েছে। দল বলেছে যে শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের ঘটনাগুলিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং এর জন্য জাতীয় তদন্ত প্রয়োজন।
মাস্ক দাবি করেছেন, যে স্টারমার যখন পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর ছিলেন তখন তিনি এই সব অপরাধের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেননি। মাস্ক অভিযোগ করেছেন ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে, পাকিস্তানি গ্রুমিং গ্যাংয়ের বিরুদ্ধে মামলা করতে ব্যর্থ হন। পাশাপাশি মাস্ক বিশ্বাস করেন যে পশ্চিমী সভ্যতা বর্তমানে যে বিপদের মুখে রয়েছে তার অন্যতম কারণ স্টারমার । বর্তমানে ব্রিটেনে লেবার পার্টি ক্ষমতায়। তবে, এই প্রতিবেদনের বিষয়ে এখনও পর্যন্ত এলন মাস্কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।