Advertisment

Elon Musk: হঠাৎ করেই ভারতে আসার পরিকল্পনা বাতিল মাস্কের, ভেস্তে গেল টেসলার স্বপ্ন!

মাস্কের ২১-২২ এপ্রিল দু'দিনের জন্য ভারত সফরে আসার কথা ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Elon Musk,PM Narendra Modi,PM Narendra Modi,Tesla,SpaceX, Elon Musk India Visit, Elon Musk PM Modi, Elon Musk India Visit Cancelled, Elon Musk India Visit Postponed, Elon Musk News in Hindi, Elon Musk India Visit News, Elon Musk Tesla CEO, Tesla CEO India Visit, Elon Musk Postponed India Visit,

টেসলার সিইও ইলন মাস্কের ভারত সফর স্থগিত করা হয়েছে।

২১-২২ এপ্রিল ভারতে আসার কথা থাকলেও আপাতত সেই নির্ধারিত সফর বাতিল করেছেন টেসলার সিইও ইলন মাস্ক। ভারতে এসে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। মাস্কের সফর বাতিল করার ঘোষণায় আপাতত হচ্ছে না মোদী-মাস্ক বহু প্রতীক্ষিত বৈঠক।

Advertisment

দুদিনের জন্য ভারত সফরে আসার কথা ছিল ইলন মাস্কের। মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক এক বৈঠকে অংশ নেওয়ারও কথা ছিল তাঁর। ধারণা করা হচ্ছিল এই বৈঠকে তিনি ভারতে টেসলা কারখানা স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনা করবেন এবং ভারতে বিনিয়োগের বিষয়ে বড় ঘোষণা করবেন। অবশেষে ভেস্তে গেল সকল পরিকল্পনা। আপাতত ভারত সফর স্থগিত করেছেন মাস্ক। তিনি নিজেই এক্স হ্যাণ্ডেলে একথা জানিয়েছেন।

টেসলার সিইও ইলন মাস্ক তাঁর বহু প্রত্যাশিত ভারত সফর বাতিল করেছেন। আগামী ২১-২২ এপ্রিল দুদিনের জন্য ভারত সফরে আসার কথা ছিল তাঁর। শনিবার মাস্ক তাঁর সফর স্থগিত করার কথা জানিয়েছে। ইলন মাস্কের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা ছিল। পাশাপাশি ভারতে টেসলা প্ল্যান্ট স্থাপনের বিষয়েও পরিকল্পনা ছিল মাস্কের।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ইলন মাস্ক ভারতে ২ থেকে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের একটি রোডম্যাপ পেশ করতে চলেছেন। তবে এটিও জানা গিয়েছিল যে মাস্কের সফরের সময় স্টারলিংক সম্পর্কে কোনও চুক্তি করা হবে না। গত বছরের জুনে যখন মোদী আমেরিকা সফরে গিয়েছিলেন, তখন তিনি মাস্কের সঙ্গে দেখা করেছিলেন। তিনি সেই সময় প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে তিনি ভারতে বিনিয়োগে বিশেষ ভাবে আগ্রহী।

ইলন মাস্ক নিজেই এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, “টেসলার একাধিক দায়িত্ব থাকায় ভারতে আসার পরিকল্পনা আমাকে পিছিয়ে দিতে হচ্ছে। এর জন্য আমি দুঃখিত। কিন্তু আমি ভারতে আসতে আগ্রহী। এই বছরেরই আমি ভারতে আসব।”

Elon Musk
Advertisment