হপ্তায় ৮০ ঘণ্টা! দুনিয়া বদলানোর দাওয়াই দিলেন টেসলার কর্ণধার

টুইট করে এলন মাস্ক বলেন, "সহজ রাস্তায় হাঁটতে চাইলে সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করলেই চলবে। কিন্তু তাতে দুনিয়াটা পাল্টাবে না একটুও।

টুইট করে এলন মাস্ক বলেন, "সহজ রাস্তায় হাঁটতে চাইলে সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করলেই চলবে। কিন্তু তাতে দুনিয়াটা পাল্টাবে না একটুও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এলন মাস্ক

কাজ চালানোর জন্য হপ্তায় ৪০ ঘন্টা যথেষ্ট। কিন্তু দুনিয়াটাকে বদলাতে হলে কম করে ৮০ ঘণ্টা দরকার সপ্তাহে। ভেবে কুল পাচ্ছেন না কীসের কথা হচ্ছে? আর কিছু না, বলা হচ্ছে কাজের কথা। টেসলা সংস্থার কর্ণধার এলন মাস্ক। সম্প্রতি মাস্ক বলেছেন পৃথিবীটাকে বদলাতে সপ্তাহে ৮০ ঘণ্টা কাজ করা দরকার।

Advertisment

টুইট করে এলন মাস্ক বলেন, "সহজ রাস্তায় হাঁটতে চাইলে সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করলেই চলবে। কিন্তু তাতে দুনিয়াটা পাল্টাবে না একটুও। এলনের টুইট নিয়ে চলতে থাকে তর্ক বিতর্কের মিছিল, সবটাই সোশাল মিডিয়াতেই।

Advertisment

রাশি রাশি মন্তব্যের মিছিল ধরে হাঁটতে হাঁটতে মাস্ক নিজেই আবার উত্তর দিলেন টুইট করে, -ভালোবেসে কাজ করলে 'কাজ' বলে মনেই হবে না'।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এলন মাস্ক জানিয়েছেন, তার বিদ্যুৎচালিত গাড়ি সংস্থা টেসলায় কর্মী থেকে শুরু করে উঁচু পদে থাকা আধিকারিক, সবাই কম করে ৮০ থেকে ১০০ ঘণ্টা কাজ করেন। ১২০ ঘণ্টাও করেছেন, এমন নজিরও রয়েছে।