সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে আবারও উত্তপ্ত উপত্যকা। বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের কুপওয়ারার হান্দওয়ারায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে এমনই খবর। এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
উল্লেখ্য, গত মঙ্গলবার ত্রাল জেলায় গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছিল। সোমবার রাত থেকেই ওই এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছিল। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছিল বলে জানা গিয়েছে। এর আগে জম্মু-কাশ্মীরের হান্দওয়ারায় ৬০ ঘণ্টা ধরে সেনা-জঙ্গি গুলির লড়াই চলে। যে ঘটনাতেও দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছিল। এনকাউন্টারে ৫ সেনা জওয়ান ও এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানানো হয়েছে, জঙ্গিরা লস্কর-এ-তইবার। এক জঙ্গি বিদেশি বলেও জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন, পাক আক্রমণ অব্যাহত, কড়া জবাব ভারতের
অন্যদিকে, বুধবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে নিয়ন্ত্রণরেখায় বুধবার গোলাবর্ষণ চালিয়েছে পাক বাহিনী। পাল্টা কড়া জবাব দিয়েছে ভারত। এ ঘটনায় ভারতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এদিন ওই এলাকায় ফরওয়ার্ড পোস্ট ও গ্রাম লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান।
মঙ্গলবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাকিস্তান। নৌশেরা, সুন্দরবনি, কৃষ্ণাঘাঁটি এলাকায় গোলাবর্ষণ চালায় পাক সেনা। নৌশেরা সেক্টরে পাক আক্রমণে এক সেনা জওয়ান জখম হন বলে খবর। গতকাল সন্ধে ৬টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত কৃষ্ণাঘাঁটি সেক্টরে গোলাবর্ষণ চালিয়েছিল পাকিস্তান। অন্যদিকে, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সুন্দরবনি সেক্টরে গোলাবর্ষণ শুরু করেছিল পাকিস্তান। যা শেষ হয় বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ।
Read the full story in English