/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/kashmirgunfight-759-3.jpg)
গত ২৪ ঘণ্টায় এ নিয়ে তিনবার এনকাউন্টারের ঘটনা ঘটল কাশ্মীরে। প্রতীকী ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
আবারও সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা। শুক্রবার ভোরে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। এ ঘটনায় এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে তিনবার এনকাউন্টারের ঘটনা ঘটল কাশ্মীরে। জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে টুইট করে এনকাউন্টারের খবর জানানো হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
Exchange of fire at #ImamSahib#Shopian. Area under Cordon. Details will follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) March 21, 2019
Jammu & Kashmir: An encounter has started between terrorists and security forces at Imam Sahab area of Shopian. 2-3 terrorists are believed to be trapped in a residential house. More details awaited. pic.twitter.com/zDZdWKGnyd
— ANI (@ANI) March 21, 2019
আরও পড়ুন,জম্মু-কাশ্মীরে জঙ্গিদের হাতে পণবন্দি নাবালক
বৃহস্পতিবার বারামুলা ও বান্দিপোরায় দুটি এনকাউন্টার হয়। বান্দিপোরায় গুলির লড়াই চলাকালীন দুই সাধারণ নাগরিককে পণবন্দি করে জঙ্গিরা। পরে একজনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, জঙ্গিদের কবল থেকে আরও এক সাধারণ নাগরিককে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন,ভ্রাতৃঘাতী দ্বন্দ্বে নিহত ৩ সিআরপিএফ জওয়ান, আহত ১
অন্যদিকে, বারামুলায় গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এ খবর পাওয়ার পরই বুধবার সন্ধ্যায় ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় গুলির লড়াই শুরু হয়।
Read the full story in English