আমেরিকা থেকে ফিরেই 'মন কি বাতে' নারী ক্ষমতায়ণ, প্লাসটিক বর্জন, ই-সিগারেটে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারই ৯০ তম জন্মবার্ষিকীপালিত হয় সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। এদিন বক্রব্যের শুরুতেই তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। মহালয়া হয়ে গিয়েছে। উৎসবের মরসুমে প্রবেশের দোরগোড়ায় দেশবাসী। উৎসব দেশবাসীর মনে নতুন করে আশার সঞ্চার করে। যা আগামীর চলার পাথেও। উৎসবকে স্বাগত জানিয়ে দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা জানান মোদী।
নারী অর্ধেক আকাশ। এদিন মন কি বাতে নারী শক্তির বিকাশের কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। তিনি বলেন, 'বিভিন্ন ক্ষেত্রে নারীরা নেতৃত্ব দিচ্ছে। সমাজের বিকাশে সকলের উচিত নারীদের সহায়তা করা, অনুপ্রেরণা দেওয়া।'
আরও পড়ুন: ভারতের উপকূলে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: প্রতিরক্ষামন্ত্রী
সম্প্রতি ই-সিগারেটে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। তার কারণ ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।। তাঁর কথায়, 'যুব সমাজের অনেকেরই প্রিয় এই সিগারেট। কিন্তু, নানা মহল থেকে বলা হচ্ছে ই-সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বহু ক্ষতিকার রাসায়ণিক তাতে দেওয়া থাকে। তাই আমার সরকার দেশের যুব সমাজের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।'
একক ব্যবহার প্লাসটিকে নিষেধাজ্ঞা জারির পক্ষেও সওয়াল করেন মোদী। মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকীতেই হোক প্লাসটিক বর্জেনের শপথ। দেশবাসীর কাছে আর্জি প্রধানমন্ত্রীর। ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। সেই দিনই 'রান ফর ইউনিটির' আয়োজন করা হয়েছে। সুস্থ্য ও সতেজ থাকতে দেশবাসীকে ওই দিন 'রান ফর ইউনিটিতে' অংশগ্রহণের আবেদন করা হয়। ভারতীয় সংস্কৃতি বৈচিত্রের মধ্যে এক্য। উৎসবে তার যেন সেরা বহিপ্রকাশ ঘটে। এই সময়কালে দেশকে ঘুরে দেখার জন্য় বিশেষ আবেদন করেন প্রধানমন্ত্রী মোদী।
Read the full story in English