Advertisment

কোটি কোটি ঘুষ নেওয়ার অভিযোগ, দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার ইডি আধিকারিক

গ্রেফতার হওয়া ইডি আধিকারিকের নাম অঙ্কিত তিওয়ারি

author-image
IE Bangla Web Desk
New Update
"tamil nadu man arrested, enforcement directorate, searches at ed office, madurai enforcement directorate office, dindigul",

গ্রেফতার হওয়া ইডি আধিকারিকের নাম অঙ্কিত তিওয়ারি

২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে হাতে নাতে পাকড়াও এক ইডি আধিকারিক। তামিলনাড়ুর এক সরকারি কর্মচারীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক আধিকারিককে (ইডি) গ্রেফতার করা হয়েছে। রাজ্যের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে পাকড়াও করে ওই ইডি অফিসারকে। জানা গিয়েছে ধৃত ইডি আধিকারিকের নাম অঙ্কিত তিওয়ারি। তাকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisment

অঙ্কিত তিওয়ারিকে গ্রেফতারের পর মাদুরাইয়ে ইডি অফিসে অভিযান চালায় ভিজিল্যান্স এবং দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। এছাড়াও, তিওয়ারির বাসভবনও চলে তল্লাশি। ইডি আধিকারিকের বিরুদ্ধে বহু মানুষকে ব্ল্যাকমেল করে কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে রয়েছে। তার কাছ থেকে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। মাদুরাই এবং চেন্নাইয়ের ইডি আধিকারিকদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

তামিলনাড়ুর ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন (ডিভিএসি), শুক্রবার ঘুষ নেওয়ার সময় হাতে নাতে পাকড়াও করে এক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিককে। ওই ইডি অফিসার এক সরকারি কর্মচারীর কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ। গ্রেফতার হওয়া ওই আধিকারিকের নাম অঙ্কিত তিওয়ারি। যিনি মাদুরাইয়ের ইডি আঞ্চলিক অফিসে কর্মরত। DVAC ঘুষের মামলায় অন্যান্য ইডি আধিকারিকদের যোগসাজশের সম্ভাবনাও খতিয়ে দেখছে।

পুরোনো ভিজিলেন্স মামলায় সরকারি কর্মচারীকে হুমকি!

বিবৃতিতে বলা হয়েছে যে অভিযুক্ত কর্মকর্তা অক্টোবরে ডিন্ডিগুল সরকারী কর্মচারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তার বিরুদ্ধে নথিভুক্ত একটি ভিজিলেন্স মামলার উল্লেখ করেন। যা ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গিয়েছে। অঙ্কিত তিওয়ারি ওই কর্মচারীকে বলেছিলেন যে বিষয়টি তদন্ত করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ এসেছে এবং সরকারী কর্মচারীকে ৩০ অক্টোবর মাদুরাইয়ের ইডি অফিসে হাজির হতে বলে।

ED
Advertisment