সংসদে ভবনে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্নের মুখে দেশের সংসদ সহ হাইপ্রোফাইল এলাকার সুরক্ষা। যারা সংসদে ঢুকে পড়েছিলেন তাঁরা কারা? পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে দু'জন হলেন সাগর শর্মা ও ডি মনোরঞ্জন। সাগর শর্মার বাবার নাম শঙ্করলাল শর্মা। অন্যদিকে, ডি দেবরাজ নামে জনৈক ব্যক্তির সন্তান ডি মনোরঞ্জন। সংসদের বাইরে থেকে যাঁদের আটক করা হয়েছে তাঁদের মধ্যে একজন বছর বেয়াল্লিশের নীলম। অপরজন অমল শিণ্ডে (২৫)।
এদের বিষয়ে খুব বেশি কিছু জানতে পারেননি পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে মনোরঞ্জন মহীশুরের বাসিন্দা। এরপরই তথ্য সন্ধানে মনোরঞ্জনের মহীশুরের বাড়িতে চলে গিয়েছিল পুলিশ। অভিযুক্তের বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে কথা বলে। এখন পর্যন্ত জানা গিয়েছে যে, ডি মনোরঞ্জন মাইসুরু-কোদাগু সাংসদ প্রতাপ সিমার অফিস থেকে ভিজিটর পাস পেয়েছিলেন সংসদে প্রবেশের জন্য। ফুটেজে তাকে দর্শক গ্যালারি থেকে হাউসের চেম্বারে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়।
মনোরঞ্জন এখনও অবিবাহিত। বাবার সঙ্গেই কৃষিকাজে জড়িত। তবে, সে ভালো পড়ুয়াও। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং অতীতে বেঙ্গালুরুতে একটি আইটি ফার্মে কাজ করেছেন। তার বাবার দাবি, বছেলে প্রায়ই দিল্লি এবং বেঙ্গালুরুতে যাতায়াত করে থাকে।
সংসদে ভবনে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় অভিযুক্ত মনোরঞ্জনের বাবা দেবরাজ ডি বলেছেন, 'যদি সে (মনোরঞ্জন) কিছু ভুল করে থাকে, তবে সে আমার ছেলে নয়। তবে আমি বলছি যে, ও ভালো ছেলে। আমি জানতাম না যে ও দিল্লিতে আছেন। কলেজের দিনগুলোতে মনোরঞ্জন ছাত্রনেতা ছিল, কিন্তু আমি তার অনুষঙ্গ সম্পর্কে জানি না। যদি ও বেআইনি কাজ করে থাকে তবে সেটার আমি নিন্দা করছি।'
ঘটনার পর ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন বৃদ্ধ ডি দেবরাজ। বলেছেন, “চার দিন আগে, ও বেঙ্গালুরুতে যাচ্ছি বলে চলে গেল, আমি ঘটনাটি নিয়ে সম্পর্কে আমার বন্ধুবান্ধব এবং আত্মীয়দের কাছ থেকে ফোন পেয়েছি। আমি ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু ওর ফোন কাজ করছে না। আমি একেবারে হতবাক, কিন্তু আমি এটা স্পষ্ট করে বলতে চাই যে ও একজন সৎ নাগরিক এবং একজন ভালো ছেলে। কিন্তু আমি তার সংসদে প্রবেশের নিন্দা করি।'
বাবা দেবরাজের কথায়, 'মনোরঞ্জন প্রচুর বই পড়ে, বিশেষ করে স্বামী বিবেকানন্দের। তার রাজনৈতিক ঝোঁক সম্পর্কে আমি অবগত নই। ও একজন ছাত্র নেতা ছিল এবং আজও তিনি সমাজে সংস্কার আনতে চায়।'
কৃষক দেবরাজ জোর দিয়ে বলেছিলেন, 'আমি জানি না আমার ছেলে বাইরে গেলে কি করে। একমাত্র আমি জানি যে সে প্রচুর বই পড়ে। আমরা এদেশের সৎ মানুষ এবং ভালো নাগরিক।'
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, কর্নাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার আনুকূল্যেই সংসদে ঢোকার প্রবেশপত্র পেয়েছিলেন মনোরঞ্জনরা। প্রতাপ সিমহার সঙ্গে ছেলে কী সম্পর্ক? জিজ্ঞাসা করা হলে, দেবরাজ ডি দাবি করেচেন যে, তিনি স্থানীয় সাংসদ এবং তাঁর সঙ্গে ভালোই সম্পর্ক।