Advertisment

‘প্রয়োজনে ঘরে বসে উৎসব উদযাপন করুন’, দেশবাসীকে বার্তা স্বাস্থ্য মন্ত্রকের

Covid Update: করোনা ভাইরাসের সাম্প্রতিক প্রজাতি মিউ-এর সন্ধান পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার চরিত্র বুঝতে নজরদারি চালাচ্ছেন বিজ্ঞানীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উৎসবের মরশুমের আগে ভয় ধরাচ্ছে ভিড়ের ছবি

Covid India Update: উৎসবের মরশুমে করোনাবিধি উপেক্ষা করবেন না। প্রয়োজনে ঘরে থেকে উৎসব উদযাপন করুন। দেশবাসীকে এমন আবেদন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাদের বক্তব্য, ‘আগামি দিনে গণ জমায়েত একেবারেই নিষিদ্ধ হওয়া উচিত। কোনওভাবে জমায়েত ক্রতেই হলে টিকাকরণে জোর দিতে হবে।‘

Advertisment

এদিকে, করোনা ভাইরাসের সাম্প্রতিক প্রজাতি মিউ-এর সন্ধান পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার চরিত্র বুঝতে নজরদারি চালাচ্ছেন বিজ্ঞানীরা। চলতি বছর কলম্বিয়ায় প্রথম এই প্রজাতির সন্ধান মেলে। তারপর বিক্ষিপ্ত সংক্রমণের খবর মিলেছে। ডেল্টার মতো ব্যাপক প্রভাবের খবর মেলেনি। জানা গিয়েছে, ভ্যাকসিনের প্রতিরোধ ভাঙতে সম্ভব এই প্রজাতি। এমন সম্ভাবনা উসকে দিয়েছে হু।

একধাক্কায় বেশ খানিকটা বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। দেশে উৎসবের মরশুম শুরুর আগে সংক্রমণ বৃদ্ধির এই প্রবণতা উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন আরও ৪৭ হাজার ২৯ জন, একদিনে দেশে করোনার বলি আরও ৫০৯ জন।

সব মিলিয়ে বুধবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৮ লক্ষ ৫৭ হাজার ৯৩৭ জন। এদের মধ্যে ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন ৩ কোটি ২০ লক্ষ ২৮ হাজার ৮২৫ জন। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৯ হাজার ৫৮৩ জন। মারণ করোনা উদ্বেগ বাড়িয়েই চলেছে দক্ষিণের রাজ্য কেরলে। নতুন করে গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮০৩ জন, মৃত্যু হয়েছে ১৭৩ জনের।

সামনেই দেশজুড়ে শুরু উৎসবের মরশুম। তার আগে দেশের সংক্রমণ-গ্রাফ প্রতিদিন ওঠানামা করছে। বুধবার একধাক্কায় বেশ খানিকটা বেড়ে গিয়েছে সংক্রমণ। যা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের। নতুন করে দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭ হাজারের বেশি মানুষ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩৯ হাজার ৫২৯। করোনায় লাগাম টানতে রাজ্যে-রাজ্যে জোরদার গতিতে চলছে টিকাকরণ অভিযান। এখনও পর্যন্ত দেশে ৬৬ কোটি ৩০ লক্ষ ৩৭ হাজার ৩৩৪ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৮১ লক্ষ ৯ হাজার ২৪৪ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামেপড়তে থাকুন

Festive Season health Ministry Mu Variant WHO Corona India
Advertisment