লকডাউন দেশে বর্তমানে করোনার পাশাপাশি যা সংকট চিত্র তৈরি করেছে তা হল পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা। তাঁরা যাতে রেললাইন ধরে কিংবা হেঁটে বাড়ি না ফেরে তা নিশ্চিত করতে রাজ্যেকেই নির্দেশ দিল কেন্দ্র। এমনকী পরিস্থিতি সম্পর্কে তাঁদেরকে পরামর্শ দেওয়ার কথাও জানান হয়েছে। প্রয়োজনে এই সব শ্রমিকদের জন্য আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করতে বলা হয়েছে।
গত সপ্তাহে ঔরঙ্গাবাদে রেলের ট্র্যাকে মালগাড়িপিষ্ট হয়ে ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং হেঁটে বাড়ি ফিরতে গিয়ে একের পর এক দুর্ঘটনার খবর সামনে আসতেই এবার এই সিদ্ধান্ত কেন্দ্রের। তবে চলাচলে একমাত্র ছাড় দেওয়া হবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। নয়ডা, গাজিয়াবাদ, গুরগাও এবং ফরিদাবাদের মতো এলাকায় চিকিৎসকের ঢুকতে না দেওয়ার ঘটনার পরই এই কেন্দ্রীয় নির্দেশ জারি করা হয়।
পরিযায়ীদের জন্য বাস এবং শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থার জন্য ক্যাবিনেট সচিব রাজীব গৌড়ার নেতৃত্বাধীন বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে একটি চিঠি দেওয়া হয়, যেখানে বলা হয়, "পরিযাইয়ী শ্রমিকদের রেল ও সড়কপথে এভাবে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। তাঁদের জন্য যেহেতু বাস ও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে তাই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে নিশ্চিত করতে হবে পরিযায়ী শ্রমিকদের চলাচলের বিষয়টি। যদি তাঁদের রেললাইনে কিংবা হেঁটে যেতে দেখা যায় তাহলে তাঁদের পরামর্শ দিন। এছাড়াও আশ্রয়স্থল, খাওয়ার, জলের ব্যবস্থা করুন যতক্ষণ না তাঁরা বাস কিংবা ট্রেনে করে তাঁদের নিজভূমে ফিরতে পারছে।"
রাজ্যেকে আরও বেশি করে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর জন্যও বলা হয় কেন্দ্রের তরফে। যাতে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের আরও দ্রুত নিজরাজ্যে ফেরানো যায়। এছাড়া বেসরকারি ক্লিনিক এবং নার্সিংহোম যাতে বন্ধ না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে চিঠিতে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন