Advertisment

নুহ হিংসায় বাড়ল মৃতের সংখ্যা, দিল্লি পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছেন যে দোষীদের কোন ভাবেই রেয়াত করা হবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
Nuh Violence

অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে।

হরিয়ানা হিংসা কাণ্ডে দিল্লি পুলিশকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। হরিয়ানার হিংসার বিরুদ্ধে দিল্লিতে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ যে সমাবেশ করেছে, সেই সমাবেশ চলাকালীন কেউ যাতে কোন ঘৃণাত্মক বক্তৃতা বা উস্কানিমূলক মন্তব্য না করে সেদিকে পুলিশ-প্রশাসনকে কড়া নজরের নির্দেশ শীর্ষ আদালত। পাশাপাশি সমাবেশ চলাকালীন যাতে কোন হিংসার ঘটনা না ঘটে সেদিকেও দিল্লি পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। সোমবার হরিয়ানার নুহতে শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গা মঙ্গলবার গুরগাঁওতে ছড়িয়ে পড়ে। তাতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছিল। নুহ পুলিশ ইতিমধ্যেই হিংসার ঘটনা ১১৬ জনকে গ্রেফতার করেছে। ইতিমধ্যে ৪৪টি এফআইআর দায়ের করা হয়েছে।

Advertisment

দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছেন যে দোষীদের কোন ভাবেই রেয়াত করা হবে না। “দুই হোম গার্ড এবং চার সাধারণ নাগরিক সহ হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গুরগাঁওয়ের এসিপি (অপরাধ) বরুণ দাহিয়া জানিয়েছেন, জেলার স্কুল, কলেজ ও অফিস স্বাভাবিকভাবে চলছে। ইন্টারনেট পরিষেবা চালু থাকা সত্ত্বেও, তিনি জনগণকে সোশ্যাল মিডিয়ায় গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পুলিশের তরফে। মঙ্গলবার, গুরগাঁও এলাকায় একটি মসজিদে আগুন দেওয়া হয় এ ঘটনায় একজন আহতও হয়েছেন সেই সঙ্গে নিহত হয়েছে মসজিদের ইমাম। বিকেলে গুরগাঁওয়ের বাদশাপুর এলাকায় বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Violence
Advertisment