Advertisment

বিজ্ঞানীর বিরুদ্ধে দেশদ্রোহিতা মামলা: ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের

১৯৯৪ সালের ৩০ নভেম্বর গ্রেফতার করা হয় নাম্বি নারায়ণনকে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইসরোর প্রাক্তন বিজ্ঞানী নাম্বি নারায়ণন

মহাকাশ গবেষককে গ্রেফতার করার জন্য তাঁকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, অকারণে গ্রেফতার করা হয়েছিল ইসরো-র প্রাক্তন বিজ্ঞানী নাম্বি নারায়ণনকে। কেরালা পুলিশের এই গ্রেফতারিকে অযথা বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে ওই বিজ্ঞানীকে এর ফলে যে হয়রানির মধ্যে দিয়ে যেতে হয়েছে, শীর্ষ আদালত সে কথাও উল্লেখ করেছে। এই দিকগুলি মাথায় রেখেই ৫০ লক্ষ টাকা ক্ষতিপূর্ণের নির্দেশ দেওয়া হয়েছে নাম্বি নারায়ণনকে। এখানেই শেষ নয়, গোটা ঘটনা খতিয়ে দেখার জন্য একটি কমিটিও তৈরি করে দিয়েছে শীর্ষ আদালত। নাম্বি নারায়ণনের আবেদন অভিযোগানুসার, যে পুলিশ আধিকারিকরা তাঁকে ফাঁসিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত করবে ওই কমিটি। এই কমিটির শীর্ষে থাকবেন বিচারপতি ডি কে জৈন। কেন্দ্র এবং রাজ্য, উভয় সরকারই তাদের একজন করে প্রতিনিধি মনোনীত করবে ওই কমিটিতে থাকার জন্য।

Advertisment

দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এ এম খানউইলকর এবং ডি ওয়াই চন্দ্রচূড় জুলাই মাসে এই মামলার রায়দান স্থগিত রাখেন। সে সময়ে সিবিআই আদালতে জানিয়েছিল, আদালতের তত্ত্বাবধানে তদন্ত চালাতে তারা প্রস্তুত।

১৯৯৪ সালের ৩০ নভেম্বর গ্রেফতার করা হয় নাম্বি নারায়ণনকে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল। সে সময়ে ইসরোর বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন নাম্বি নারায়ণন। পরবর্তী কালে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি মুক্তি পান।

কেরালা হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন নারায়ণন। ওই রায়ে বলা হয়েছিল, এই ঘটনায় প্রাক্তন ডিজিপি সিবি ম্যাথিউজ, এবং দুই প্রাক্তন এসি কে কে জোশুয়া এবং এস বিজয়নের বিরুদ্ধে তদন্ত করার প্রয়োজন নেই। এই সব আঘিকারিকরাই অবসরগ্রহণ করেছেন। যো সব পুলিশ আধিকারিকরা তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলায় তদন্ত করেছিলেন,তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন করেছিলেন নারায়ণন।

supreme court
Advertisment