Advertisment

পটলের মধ্যে ৪৪ লাখ ইউরো, গ্রেফতার দুই

কলকাতা কাস্টমসের এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের তরফ থেকে ৪৪ লক্ষ ইউরো বাজেয়াপ্ত করা হয়েছে। ৫০০ ইউরোর মোট ৩১০টি নোট আটক করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক বিভাগের এক আধিকারিক।

author-image
IE Bangla Web Desk
New Update
euro

পটলের মধ্যে ৪৪ লক্ষ ইউরো, ধৃত ২

পটলের মধ্যে ইউরো। এমন রূপকথার কাহিনি সত্যি করে ফেলেছে অপরাধীরা। আর দুষ্টের দমন করে ফেলল কলকাতা কাস্টমস। বুধবার কলকাতা কাস্টমসের এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের তরফ থেকে ৪৪ লক্ষ ইউরো বাজেয়াপ্ত করা হয়েছে। ৫০০ ইউরোর মোট ৩১০টি নোট আটক করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক বিভাগের এক আধিকারিক। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisment

অভিযুক্তরা তাদের চেক ইন ব্যাগেজের মধ্যেই ৫ কিলো করে সব্জি নিয়ে ব্যাংককের যাওয়ার চেষ্টা করছিল। তাদের ব্যাগেজের মধ্যে কোনও জামাপাপড় নেই দেখে বিমানবন্দরে শুল্ক দফতরের আধিকারিকদের প্রথম সন্দেহ হয়। তাঁদের প্রশ্নের উত্তরে অভিযুক্তরা জানায়, ব্যাংককে তাদের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের জন্য সবজি নিয়ে যাচ্ছে তারা।

সন্দেহ হওয়ায় পরীক্ষা করে আধিকারিকরা দেখেন, পটলগুলি কৃত্রিম আঠা দিয়ে আটকানো রয়েছে। তখনই সেগুলিকে কেটে দেখা যায় পটলের মধ্যে রয়েছে ইউরো নোট।

crime euro
Advertisment