Advertisment

ভারতীয়দের ফেরাতে তৎপরতা, রোমানিয়া-হাঙ্গেরিতে আজই উদ্ধারকারী বিমান

সব কিছু ঠিকঠাক থাকলে আজই ইউক্রেনে আটক বহু ভারতীয়কে উদ্ধার করে আনবে বিশেষ বিমান।

author-image
IE Bangla Web Desk
New Update
Evacuation flights set to be sent to Romania and Hungary today

ইউক্রেনে আটক ভারতীয়দের ফেরাতে আজই উদ্ধারকারী বিমান পৌঁছচ্ছে হাঙ্গেরি ও রোমানিয়ায়।

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফের এক দফায় উদ্ধারকাজ শুরু আজ থেকেই। আজই রোমানিয়া ও হাঙ্গেরিতে নামবে উদ্ধারকারী ভারতীয় বিমান। সেখান থেকেই উদ্ধার করা হবে ভারতীয়দের। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন শহরে এখনও বহু ভারতীয় আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। যাঁদের মধ্যে অদিকাংশই পড়ুয়া। গত কয়েকদিন ধরে বিদেশ মন্ত্রকের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আটকে পড়া প্রত্যেককে ইউক্রেনের পশ্চিম দিকের সীমান্তগুলির কাছে যেতে পরামর্শ দেওয়া হয়েছিল।

Advertisment

পশ্চিম ইউক্রেনের সঙ্গে চারটি দেশের সীমান্ত রয়েছে। পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাক রিপাবলিক ও রোমানিয়া। এই চার দেশের সীমান্ত খেকে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করা হবে। ইতিমধ্যেই এই চার দেশের সঙ্গে থাকা ইউক্রেন সীমান্তে পৌঁছে গিয়েছেন বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরা। সব কিছু ঠিকঠাক থাকলে আজই হাঙ্গেরি ও রেমানিয়ায় নামবে ভারতের বিমান। সেখান থকেই উদ্ধার করে আনা হবে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের।

রাশিয়ার হামলার পরেই ইউক্রেন তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সেই কারণেই গত শনিবার এয়ার ইন্ডিয়ার বিমানগুলি দিল্লি এবং মুম্বই থেকে রোমানিয়ার বুখারেস্ট এবং হাঙ্গেরির বুদাপেস্টে পাঠানোর ব্যবস্থা করা হয়। সূত্র মারফত জানা গিয়েছে, এই বিমানগুলি রোমানিয়া এবং হাঙ্গেরির সরকারের অনুমোদন নিয়েই সে দেশে নামবে।

আরও পড়ুন- রাষ্ট্রসংঘে এক সারিতে ভারত-চিন, রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত দুই দেশ

ইউক্রেনে আটকে থাকা নাগরিকদের হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাক প্রজাতন্ত্র এবং রোমানিয়ার সঙ্গে থাকা ইউক্রেনের স্থল সীমান্ত দিয়ে সরিয়ে নিতে চাইছে ভারত। ইউক্রেন সীমান্ত পেরোলে এই দেশগুলি থেকেই চালানো হবে উদ্ধারকাজ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি শুক্রবার রাতে টুইটে লিখেছেন, ''ইউক্রেন থেকে একটি দল সুসেভা সীমান্ত হয়ে রোমানিয়ায় পৌঁছেছে। সুসেভাতে আমাদের প্রতিনিধিরা তাঁদের বুখারেস্ট হয়ে ভারতে আনবে।''

এক প্রশাসনিক কর্তা জানান, দিল্লি থেকে বুখারেস্টের ফ্লাইটটি শনিবার ভারতীয় সময় সকাল ৭.৩০টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। ফিরতি বিমানটি বুখারেস্ট থেকে স্থানীয় সময় সকাল ১১.৩০টায় ছাড়বে। অন্যদিকে, দিল্লি থেকে বুদাপেস্টের বিমান ভারতীয় সময় সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা। ফিরতি বিমনাটি বুদাপেস্টের স্থানীয় সময় ১.১৫ মিনিটে ছাড়ার কথা। ওই প্রশাসনিক কর্তা আরও জানিয়েছেন, বন্দে ভারত মিশনের আওতায় ২৫৬ আসনের বোয়িং ৭৮৭ বিমানে ফেরানো হবে ভারতীয়দের।

Read full story in English

India Evacuation drive flights russia Ukraine Crisis MEA Hungary
Advertisment