Advertisment

দু’মাসের শিশুকন্যাকে রেখেই চিরঘুমে ডিএসপি, তেরঙ্গা জড়ানো দেহে শেষশ্রদ্ধা প্রাক্তন আইজি বাবার  

ছেলের মৃতদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে ছেলেকে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন পুলিশকর্তা বাবা।

author-image
IE Bangla Web Desk
New Update
"Kokernag encounter, Anantnag encounter, DSP Humayun Bhat, Ghulam Hasan Bhat, retired ICP Ghulam Hasan Bhat, jammu and Kashmir, The Resistance Front

দু’মাসের শিশুকন্যাকে রেখেই চিরঘুমে ডিএসপি, তেরঙ্গা জড়ানো দেহে শেষশ্রদ্ধা জানালেন প্রাক্তন আইজি বাবা

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে শহিদ হলেন তিন নিরাপত্তা আধিকারিক। নিহতদের মধ্যে রয়েছেন ভারতীয় সেনার এক কর্নেল পদাধীকারী। এছাড়াও রয়েছেন মেজর পদমর্যাদার এক আধিকারিক এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এক ডেপুটি সুপারিন্টেডেন্ট।

Advertisment

বুধবার অনন্তনাগ জেলার কোকেরনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে সেনা কর্নেল, এক মেজর এবং জম্মু ও কাশ্মীরের একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট নিহত হয়েছেন। নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট হামলার দায় স্বীকার করেছে।

সেনা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে "কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস, জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট হুমায়ুন ভাট বন্দুকযুদ্ধে গুরুতর আহত হন এবং পরে নিহত হন"।  

বুধবার সন্ধ্যায় ডিএসপি হুমায়ুন ভাটকে তার নিজের শহর বুদগামের শেষ বিদায় জানানো হয়। শহীদের র প্রতি শ্রদ্ধা জানাতে জানাতে বিপুল সংখ্যক মানুষ শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেন। এর মধ্যে ছিলেন হুমায়ুন ভাটের বাবা, জম্মু ও কাশ্মীর পুলিশের অবসরপ্রাপ্ত আইজি গুলাম হাসান ভাট, তিনি তার ছেলের মৃতদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে ছেলেকে শেষ শ্রদ্ধা জানান। হুমায়ুনের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার থেকে পড়শি।  দু মাসের এক শিশুকন্যা রয়েছে ডিএসপি হুমায়ুন ভাটের।সন্ত্রাসবাদীদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হন তিনি রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয় তাঁর  

jammu and kashmir Terrorist
Advertisment