২০২০ উত্তর-পূর্ব দিল্লির সংঘর্ষে অন্যতম অভিযুক্ত উমর খলিদকে জামিন দিল এক আদালত। গত ফেব্রুয়ারিতে দিল্লির খাজুরি খাস এলাকায় যে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল, সেই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন খালিদ। জেএনইউ-র প্রাক্তন এই ছাত্রের বিরুদ্ধে হাজির করা প্রত্যক্ষদর্শীদের বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় এই সিদ্ধান্ত। তবে তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারা থাকায় এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না খালিদ।
তাঁর আইনজীবী ত্রিদীপ পায়াস এদিন কোর্টে সওয়ালে বলেন, ‘তাঁর মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বিরোধী কণ্ঠরোধ করতে এটা রাজনৈতিক প্রতিহিংসা।‘
এদিন জামিন মঞ্জুর করে আদালত বলেছে, ‘শুনানিতে এটা নিশ্চিত হয়েছে সরকারপক্ষের প্রত্যক্ষদর্শী ওপর একটি ইউএপিএ মামলার প্রত্যক্ষদর্শী। যে মামলায় অপরাধমূলক ষড়যন্ত্রের দিকটা তদন্ত করে দেখছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। সেই প্রত্যক্ষদর্শী ২১.০৫.২০২০-তে যে বয়ান দিয়েছেন সেখানে অভিযুক্তের বিরুদ্ধে একটা শব্দ খরচ করেনি। তারপর হঠাৎ করে অপরাধমূলক ষড়যন্ত্র মামলায় ২৭.০৯.২০২০-তে অভিযুক্তের বিরুদ্ধে সরব হয়েছেন। এই প্রাথমিক পর্যবেক্ষণে সেই প্রত্যক্ষদর্শীর বয়ান খারিজ করা হল।‘