এক প্রাক্তন পাক সেনাকর্মী ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছেন। জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় প্রান্তে তাঁকে আটক করা হয়েছে। বুধবার সন্ধের পরে এই গ্রেফতারির ঘটনা ঘটেছে।
ধৃত ব্যক্তি নিজের পরিচয় দিয়ে জানিয়েছে তার নাম মহম্মদ আফজল, বয়স ৩২। বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, সাম্বা জেলার বেঙ্গলারা এলাকার বসন্তর থেকে তাকে পাকড়াও করা হয়েছে।
ওই সেনার দাবি, নিজের দেশের সেনাবাহিনীর হাতে লাঞ্ছিত হওয়ার পর সে সীমানা পেরিয়ে এদেশে ঢুকে পড়েছে। একটি সূত্র জানিয়েছে, ৯ বছর বাহিনীতে কাজ করার পর স্বেচ্ছাবসর চাওয়ায় তাকে লাঞ্ছনা করা হয় বলে অভিযোগ করেছে সে।
আধিকারিকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত তার কাছ থেকে আপত্তিকর কিছু পাওয়া যায়নি, তবে জিজ্ঞাসাবাদ চলছে। আধিকারিকদের দাবি যে ওই সেনা মাঝে মাঝেই পাগলামির ভান করছে। তবে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অতিরিক্ত কোনও তথ্য দিতে চাননি আধিকারিকরা।
Read the Story in English