Former finance minister Arun Jaitley passes away Updates: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির জীবনাবসান। শনিবার দুপুর ১২টা ৭ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেটলি। এইমসের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রয়াণের খবর জানানো হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬। অরুণ জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। Read the full story in English
রবিবার দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন করা হবে। নিগমবোধ ঘাটে রবিবার বিকেলে জেটলির শেষকৃত্য করা হবে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। এইমস হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে জেটলির বাসভবনে কৈলাশ কলোনিতে। রবিবার সকালে জেটলির মরদেহ নিয়ে যাওয়া হবে বিজেপি সদর দফতরে। সেখানে জেটলিকে শেষশ্রদ্ধা জানানো যাবে। বিজেপি কার্যালয় থেকে জেটলির মরদেহ নিয়ে যাওয়া হবে নিগমবোধ ঘাটে।
উল্লেখ্য, গত ৯ অগাস্ট থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এইমসে চিকিৎসাধীন ছিলেন জেটলি। এর আগে গত মে মাসেও এইমসে চিকিৎসাধীন ছিলেন জেটলি। ২০১৮ সালের ১৪ মে বিদেশে কিডনি প্রতিস্থাপন হয় জেটলির। সে সময় শারীরিক অসুস্থতার জেরে জেটলির অর্থমন্ত্রকের দায়িত্ব নেন পীযূষ গোয়েল। কেন্দ্রীয় বাজেটও পেশ করতে পারেননি জেটলি। তাঁর পরিবর্তে বাজেট পেশ করেন পীযূষ গোয়েল।
Live Blog
Former finance minister Arun Jaitley dead Updates: প্রয়াত দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এ সংক্রান্ত সব আপডেট রইল এখানে, Follow the Updates here:
রবিবার দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন করা হবে। নিগমবোধ ঘাটে রবিবার বিকেলে জেটলির শেষকৃত্য করা হবে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। এইমস হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে জেটলির বাসভবনে কৈলাশ কলোনিতে। রবিবার সকালে জেটলির মরদেহ নিয়ে যাওয়া হবে বিজেপি সদর দফতরে। সেখানে জেটলিকে শেষশ্রদ্ধা জানানো যাবে। বিজেপি কার্যালয় থেকে জেটলির মরদেহ নিয়ে যাওয়া হবে নিগমবোধ ঘাটে।
টুইটারে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, ‘‘অসময়ে চলে গেলেন অরুণ জেটলি। ওঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত...’’।
Deeply saddened at the untimely passing away of Shri #ArunJaitley. Visited him just daybefore & prayed for his speedy recovery. He was a leader with deep intellect & knowledge, and a voice of reason. He will be dearly missed. My prayers with his family, friends & admirers.
— Pranab Mukherjee (@CitiznMukherjee) August 24, 2019
অরুণ জেটলির দুর্লভ ছবি দেখুন, এখানে বিদায় জেটলি…বিরল ছবিতে ফিরে দেখা প্রাক্তন অর্থমন্ত্রীর জীবন
ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বিবৃতি দিয়ে বলেছেন, ‘‘অরুণ জেটলির প্রয়াণে গভীরভাবে শোকাহত। জনমানসে ওঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’’।
Congress President Smt. Sonia Gandhi shares a condolence message for Shri Arun Jaitley. pic.twitter.com/19sEA2900u
— Congress (@INCIndia) August 24, 2019
জেটলির বাড়ির সামনে চলছে প্রস্তুতি। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
অরুণ জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
Deeply saddened to hear about passing away of former Union Minister Arun Jaitley ji. He was a distinguished lawyer, parliamentarian and an erudite person. His contribution to governance has been profound. Heartfelt condolences to the bereaved family, friends and followers.
— Naveen Patnaik (@Naveen_Odisha) August 24, 2019
জেটলির বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হল। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘‘ওঁর মৃত্যুতে শোকাহত। ওঁর স্ত্রী সঙ্গীতাজির সঙ্গে কথা বলেছি। ছেলে রোহানের সঙ্গেও কথা হয়েছে’’।
Arun Jaitley Ji was a political giant, towering intellectual and legal luminary. He was an articulate leader who made a lasting contribution to India. His passing away is very saddening. Spoke to his wife Sangeeta Ji as well as son Rohan, and expressed condolences. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) August 24, 2019
‘‘উনি অসাধারণ আইনজীবী ছিলেন...গভীর শূন্যতা তৈরি করল’’, টুইট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।
Extremely saddened by the passing of Shri Arun Jaitley after battling a long illness with fortitude and dignity. A brilliant lawyer, a seasoned parliamentarian, and a distinguished Minister, he contributed immensely to nation building.
— President of India (@rashtrapatibhvn) August 24, 2019
Shri Arun Jaitley possessed a unique ability of discharging the most onerous responsibility with poise, passion and studied understanding.
His passing leaves a huge void in our public life and our intellectual ecosystem. Condolences to his family and associates #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) August 24, 2019
‘‘অরুণ জেটলির প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ওঁর পরিবারকে সমবেদনা’’, টুইট কংগ্রেসের।
We are deeply saddened to hear the passing of Shri Arun Jaitley. Our condolences to his family. Our thoughts and prayers are with them in this time of grief. pic.twitter.com/7Tk5pf9edw
— Congress (@INCIndia) August 24, 2019
জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করে টুইটে প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, ‘‘বন্ধুকে হারিয়ে গভীরভাবে শোকাহত’’।
Deeply anguished by the demise of my friend and an extremely valued colleague Shri Arun Jaitley ji. He was a proficient lawyer by profession and an efficient politician by passion.
— Rajnath Singh (@rajnathsingh) August 24, 2019
অরুণ জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মমতা লিখেছেন, ‘‘গভীরভাবে শোকাহত। সাংসদ হিসেবে দারুণ কাজ করেছিলেন। আইনজীবী হিসেবেও দুর্দান্ত কাজ করেছিলেন। ভারতীয় রাজনীতিতে ওঁর অবদান সকলে মনে রাখবেন’’।
Extremely saddened at the passing away of Arun Jaitley Ji, after a battle bravely borne. An outstanding Parliamentarian & a brilliant lawyer, appreciated across parties. His contribution to Indian polity will be remembered. My condolences to his wife, children, friends & admirers
— Mamata Banerjee (@MamataOfficial) August 24, 2019
অরুণ জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
अरुण जेटली जी के निधन से अत्यंत दुःखी हूँ, जेटली जी का जाना मेरे लिये एक व्यक्तिगत क्षति है।
उनके रूप में मैंने न सिर्फ संगठन का एक वरिष्ठ नेता खोया है बल्कि परिवार का एक ऐसा अभिन्न सदस्य भी खोया है जिनका साथ और मार्गदर्शन मुझे वर्षो तक प्राप्त होता रहा।
— Amit Shah (@AmitShah) August 24, 2019
শনিবার দুপুর ১২টা ৭ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণ জেটলি। এইমসের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রয়াণের খবর জানানো হয়েছে।
শারীরিক অসুস্থতার জেরেই এবার লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেননি জেটলি। মন্ত্রীত্ব থেকেই অব্যাহতি নেন তিনি। প্রথম মোদী সরকারে জিএসটি ও নোট বাতিলের মতো সিদ্ধান্ত কার্যকরী করার ক্ষেত্রে তৎকালীন অর্থমন্ত্রী থাকাকালীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জেটলি।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘নামজাদা উকিল ছিলেন। কর্তৃত্বের সঙ্গে কাজ করেছেন। গুরুত্বপূর্ণ দফতরগুলোয় সফলতার সঙ্গে কাজ করেছেন। সবার সঙ্গে মধুর সম্পর্ক ছিল। ওঁকে হারানোটা আমাদের কাছে দুঃখের। বয়স হিসেবে তাড়াতাড়ি চলে গেলেন’’।
কৈলাশ কলোনিতে নিজের বাসভবনে আনা হল অরুণ জেটলির মরদেহ। ছবি: অ্যারন পেরেইরা, ইন্ডিয়ান এক্সপ্রেস।
অরুণ জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেছেন, ‘‘উনি বিখ্যাত আইনজীবী ছিলেন। দারুণ বক্তা ছিলেন। খুব ভাল প্রশাসক ছিলেন। অসাধারণ সাংসদ ছিলেন। ওঁর প্রয়াণে আমাদের দেশ এক মহান নেতাকে হারাল...’’।
এইমস থেকে অরুণ জেটলির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে তাঁর বাসভবনে। ছবি: তাশি তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।
দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। দেশ এক দক্ষ আইনজীবীতে হারাল, এ কথাই বলেছেন প্রধান বিচারপতি। ‘‘ব্যক্তিগতভাবে খুবই শোকাহত’’, মন্তব্য প্রধান বিচারপতির। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।
কিডনির রোগে দীর্ঘদিন ভুগছিলেন। শেষ কিছুদিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। তবে শেষ রক্ষা হয়নি। শনিবারেই অরুণ জেটলি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আইনজীবী, ছাত্রনেতা, সুবক্তা, মন্ত্রী একাধিক পরিচয় ছিল অরুণ জেটলির। তবে এসব পরিচয় ছাপিয়েও অরুণ জেটলির রাজনৈতিক সত্ত্বাটাই বড় হয়ে গিয়েছিল। তবে ক্রিকেট প্রশাসক হিসেবেও ছাপ রেখে গিয়েছেন তিনি। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোসিয়েশনের দীর্ঘদিন শীর্ষ কর্তা ছিলেন। ডিডিসিএ-কে বদলে দেওয়ার রূপকারও বলা হত তাঁকে। বিস্তারিত এই প্রতিবেদনে অরুণ জেটলির প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল, গম্ভীর থেকে শেওয়াগের শ্রদ্ধাজ্ঞাপন
এইমসে গেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ছবি: আস্থা সাক্সেনা, ইন্ডিয়ান এক্সপ্রেস।