পেট্রল ও ডিজেলে লিটার প্রতি তিন টাকা করে এক্সাইজ ডিউটি বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্র।
করোনা ভাইরাস মহামারিতে ইতিমধ্যেই বিশ্বজুড়ে আতঙ্ক। মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। আক্রান্ত লাখেরও বেশি। এই পরিস্থিতিতে দুনিয়াজুড়ে কমেছে অপরিশোধিত তেলের দাম। এই পরিস্থিতিতে রাজস্ব লাভের লক্ষ্যেই পেট্রোপণ্যের এক্সাইজ ডিউটি বাড়ান হয়েছে বলে মোদী সরকারের তরফে জানানো হয়েছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশীয় বাজারে পেট্রল ও ডিজেলের দামও যতটা দাম কমতে পারত তা হয়নি। উল্টে সরকার রাজস্ব আদায়ের জন্যই শুল্ক বাড়িয়ে দিল। এর ফলে সরকার প্রায় ৩৯ হাজার কোটি রাজস্ব আদায় বাড়াতে পারবে বলে মনে করছে।
আরও পড়ুন: ভারতে ফের করোনায় মৃত্যু, বিভিন্ন রাজ্যে ত্রাসের ‘শাটডাউন’
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেট্রলে স্পেশাল এক্সাইজ ডিউটি লিটার প্রতি দুই থেকে দশ টাকা পর্যন্ত বাড়ছে। ডিজেলের ক্ষেত্রে স্পেশাল এক্সাইড ডিউটি বেড়েছে লিটারে চার টাকা। এছাড়াও পেট্রোপণ্যে রোড সেস-ও বাড়নো হয়েছে। পেট্রলের ক্ষেত্রে লিটারে এক টাকা এবং ডিজেলের ক্ষেত্রে লিটারে ১০ টাকা রোড সেস বৃদ্ধি করা হয়েছে।
এক্সাইজ ডিউটি বাড়ানোর ফলে পেট্রল ও ডিজেলের লিটার প্রতি দাম বৃদ্ধি পাবে। বিশ্ববাজারে অপরোশিত তেলের দাম কমার ফলে গত ফেব্রুয়ারি থেকে পেট্রোপণ্যের দাম লিটার প্রতি দু'টাকা করে কমেছিল।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন