মঙ্গলবার নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেন টেসলা কর্তা তথা ধনকুবের ইলন মাস্ক। দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। বৈঠক শেষে বেরিয়ে ইলন মাস্ক প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ। মাস্ক বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অসাধারণ এক সাক্ষাৎ হল। আমি ওঁকে খুব পছন্দ করি। কয়েক বছর আগে আমাদের কারখানা দেখতে এসেছিলেন, তাই অনেকদিন ধরেই আমাদের পরিচিতি রয়েছে। আমি ভারতের ভবিষ্যৎ নিয়েও অত্যন্ত উৎসাহিত। আমার মনে হয়, বিশ্বের অন্য়ান্য বড় দেশগুলির তুলনায় ভারতের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল। ভারতের অনেক কিছু করার ক্ষমতা রয়েছে।'
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আপ্লুত মাস্ক। শুধু তাই নয়, মোদীর সঙ্গে সাক্ষাৎ শেষে আবেগে ভাসেন টেসলা ও টুইটার কর্তা। বলেন, 'আমি তো মোদীর ফ্যান।' আগামী বছর তিনি ভারতে আসতে পারেন বলেও জানিয়েছেন মাস্ক।
প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে মাস্ক বলেন, 'প্রধানমন্ত্রী মোদী ভারতের বিষয়ে সত্যিই অনেক চিন্তা করেন, সেই কারণেই উনি আমাদের ভারতে বিনিয়োগ করার প্রস্তাব দিচ্ছেন। আমরাও বিনিয়োগ করতে চাই। শুধু সঠিক সময় খুঁজে বের করতে হবে। মোদী সত্যিই ভারতের জন্য সঠিক কাজ বা পদক্ষেপ করতে চান। উনি সংস্থাগুলিকে সবরকমভাবে সহায়তা করতে চান এবং স্বাভাবিকভাবেই একই সঙ্গে তিনি এটাও নিশ্চিত করতে চান যে দেশের যাতে লাভ হয়।'
মোদী-মাস্ক সাক্ষাৎকার এি প্রথম নয়, এর আগে ২০১৫ সালে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা হয়েছিল ইলন মাস্কের। সেই সময় ক্যালিফোর্নিয়ায় টেসলা মোটরসের কারখানা পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।