/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/modi-vote.jpg)
সপ্তম দফা শুরুর আগেই বাংলার ভোটারদের কাছে আবারও নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যান্য় দিনের মতো এদিনও টুইটে আর্জি জানিয়েছেন নমো। একই সঙ্গে করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে কোভিড-বিধি মেনে ভোটদানের আবেন করেছেন নমো।
টুইটারে মোদী লিখেছেন, 'আজ পশ্চিমবঙ্গে সপ্তমদফার ভোট চলছে। মানুষের কাছে ভোটাধিকার প্রয়োগ এবং কোভিড-১৯ বিধি মেনে ভোটগ্রহণে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি।'
The seventh phase of the West Bengal elections takes place today. Urging people to exercise their franchise and follow all COVID-19 related protocols.
— Narendra Modi (@narendramodi) April 26, 2021
বিগত ছয় দফাতেও ভোটের শুরুতেই ভোটারদের কাছে বিশেষ বার্তা দিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী। কখনও বিপুল হারে ভোট, আবার কখনও মহিলাদের বেশি করে ভোট দানে উৎসাহিত করেছেন মোদী। এচাড়াও নতুন ভোটারদেরও ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি। এদিনও তার ব্যতিক্রম হল না।
আজ পাঁচটি জেলার ৩৪টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন চলছে। কলকাতার ৪টি, দক্ষিণ দিনাজপুরের ৬টি, পশ্চিম বর্ধমানের ৯টি, মালদহের ৬টি ও মুর্শিদাবাদের ৯টি আসনে ভোট চলছে। নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অতি সতর্কতা জারি হয়েছে। নিরাপত্তায় মোতায়েন রয়েছে মোট ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে শুধু নিরাপত্তার দায়িত্বে থাকবে ৬৫৩ কোম্পানি আধাসেনা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন