কাবুল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালীনই বিস্ফোরণ ঘটল। ঘরোয়া লিগে বন্দে আমির ড্রাগনস এবং পামির জালমির মধ্যে এই খেলা চলছিল।
আফাগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এক্জিকিউটিভ নাসিব খান বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার কাবুল ক্রিকেট স্টেডিয়ামে ঘরোয়া শাপেজা লিগের ম্যাচ চলছিল। সেই সময়ই ঘটে আত্মঘাতী বিস্ফোরণ। ভরা দর্শকভর্তি মাঠে জখম হয়েছে বহু ক্রীড়া প্রেমী। বিস্ফোরণের পরই ক্রিকেটার ও অন্যান্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল।
বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা জড়িত এখনও জানা যায়নি।