লকডাউনের মেয়াদ বেড়েছে। এই ঘোষণার সঙ্গেই ২০ এপ্রিলের পর বেশ কতকগুলি ক্ষেত্রে ছাড় মেলারও ইঙ্গিতও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিকাল, বুধবারই প্রকাশিত হবে গাইডলাইন। কিন্তু, কোন কোন ক্ষেত্র পড়বে ছাড়ের আওতায়? প্রধানমন্ত্রীর কথায়, 'কৃষক ও দু:স্থদের কথা বিবেচনা করেই সেই ছাড় দেওয়া হবে।'
Advertisment
এদিন প্রায় ২৫ মিনিট জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। বলেন, 'মুখ্যমন্ত্রীদের ও অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবা আলোচনা হয়েছে। মাথায় রাখা হয়েছে কীভাবে ন্যূনতম আর্থিক বৃদ্ধি ব্যহত হওয়ার বদলে করোনাভাইরাসকে রোধ করা যায়। সব পরামর্শ খতিয়ে দেখে দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি।' মোদী যখন লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করছেন তখন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ১০ হাজার পার করেছে। মৃত ৩৩৯।
আর্থিক ক্ষতির বদলে বহু প্রাণ রক্ষা করা গিয়েছে বলে জানান মোদী। তাঁর কথায়, 'সামাজিক দূরত্ব বজায় রেখে ও লকডাউনের ফলে আর্থনৈতিকভাবে আমাদের ক্ষতি হয়েছে, কিন্তু অনেক জীবন বেঁচে গিয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা সঠিক পথেই এগোচ্ছি।' প্রধানমন্ত্রী জানান, 'প্রথম থেকেই এই যুদ্ধে ভারত দৃঢ় পদক্ষেপ করেছে। কোনওভাবেই লকডাউন থেকে বিচ্যাত হওয়া যাবে না।'
দেশবাসীর কাছে কঠোরভাবে লকডাউন মেনে চলার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘হটস্পটগুলি’র উপর নজর আরও কড়া করতে হবে। সতর্ক দৃষ্টি রাখতে হবে নতুনভাবে হটস্পট হতে পারে এমনসব এলাকায়। ২০ তারিখ পর্যন্ত সব জেলার উপর নজরদারি চলবে। যেখানে পরিস্থিতি স্বভাবিক সেখানে কিছু ছাড় দেওয়া হতে পারে। এই বিষয়ে বুধবার গাইডলাইন প্রকাশ করা হবে।’ তবে তিনি এও মনে করিয়ে দেন যে, 'অবস্থার অবণতি হলে লকডাউনে শিথিলতা বাতিল করা হবে।'