Advertisment

ইপিএফে অর্থ সহায়তা-বিনামূল্য়ে খাদ্য়শস্য়ের মেয়াদ বাড়ালো কেন্দ্র

এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ''অগাস্ট পর্যন্ত এই প্রকল্পের সময়সীমা বর্ধিত করা হয়েছে। এরফলে ৭২.২২ লক্ষ কর্মী উপকৃত হবেন''।

author-image
IE Bangla Web Desk
New Update
শচিনকে সুপ্রিম স্বস্তি।। সেনায় নয়া ইতিহাসের সূচনা।।কুলভূষণকাণ্ডে পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।। ফের রাহুলের নিশানায় মোদী

নরেন্দ্র মোদী

ইপিএফ ক্ষেত্রে আর্থিক সাহায্য়ের মেয়াদ-বৃদ্ধি থেকে বিনামূল্য়ে খাদ্য়শস্য় বিতরণ করার সময়সীমা বাড়ানোর মতো একগুচ্ছ সিদ্ধান্ত অনুমোদন করল মোদী মন্ত্রিসভা। করোনা পরিস্থিতিতে নিয়োগকারী সংস্থা ও কর্মী, উভয়কেই সুবিধা দিতে যে আর্থিক সাহায্য়ের হাত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার, তার সময়সীমা বাড়ানো হল। এরফলে, চাকুরিজীবীদের মাসিক নগদপ্রাপ্তি বেশি ঘটবে এবং নিয়োগকারী সংস্থার প্রভিডেন্ট ফান্ড খাতে ব্য়য়ভারও লাঘব হবে।

Advertisment

এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ''অগাস্ট পর্যন্ত এই প্রকল্পের সময়সীমা বর্ধিত করা হয়েছে। এরফলে ৭২.২২ লক্ষ কর্মী উপকৃত হবেন''।

অন্য়দিকে, প্রধানমন্ত্রী গরিব কল্য়াণ আবাস যোজনায় বিনামূল্য়ে খাদ্য়সশ্য় বিতরণের মেয়াদও বাড়ানো হয়েছে। নভেম্বর মাস পর্যন্ত এই প্রকল্পের সুবিধা মিলবে। এ প্রসঙ্গে জাভড়েকর জানিয়েছেন, নভেম্বর পর্যন্ত ৮১ কোটি মানুষকে বিনামূল্য়ে খাদ্য়শস্য় বিতরণ করতে ১.৪৯ লক্ষ কোটি টাকা খরচ হবে।

আরও পড়ুন: মৃত্য়ুদণ্ডের সাজা পুনর্বিবেচনায় রিভিউ পিটিশনে অরাজি কুলভূষণ, দাবি পাকিস্তানের

প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চল ও গরিব পরিযায়ীদের জন্য় সহজলভ্য় বাড়ি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। জাভড়েকর জানিয়েছেন, এতে ৩ লক্ষ মানুষ উপকৃত হবেন। অন্য়দিকে, সেপ্টেম্বর পর্যন্ত ৭.৪ কোটি গরিব মহিলাকে ৩টি করে বিনামূল্য়ে এলপিজি সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সরকার।

কৃষিক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের জন্য় কেন্দ্রীয় মন্ত্রিসভা ১ লক্ষ কোটি টাকা অনুমোদন করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment