নজরে চিন, লিথিয়াম সংরক্ষণ করতে বিশেষ উদ্যোগ নিল ভারত

লিথিয়াম সংরক্ষণ করতে দক্ষিণ আমেরিকার একাধিক দেশের সঙ্গে চুক্তি করেছিল দেশ। এবার চিনের সঙ্গে চুক্তি ছেড়ে সেইদিকেই আগ্রহ দেখিয়েছে ভারত।

লিথিয়াম সংরক্ষণ করতে দক্ষিণ আমেরিকার একাধিক দেশের সঙ্গে চুক্তি করেছিল দেশ। এবার চিনের সঙ্গে চুক্তি ছেড়ে সেইদিকেই আগ্রহ দেখিয়েছে ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian sailors in china, ভারতীয় নাবিক

প্রতীকী ছবি।

চিনের বিরুদ্ধে লড়াই জারি রাখল ভারত। চিনা অ্যাপ বাতিলের পর এবার পরোক্ষভাবে আর্থিক আক্রমণ বজায় রাখল ভারত। লিথিয়াম সংরক্ষণ করতে দক্ষিণ আমেরিকার একাধিক দেশের সঙ্গে চুক্তি করেছিল দেশ। এবার চিনের সঙ্গে চুক্তি ছেড়ে সেইদিকেই আগ্রহ দেখিয়েছে ভারত।

Advertisment

রিচার্জেবল ব্যাটারি, বৈদ্যুতিক যানবাহন, ল্যাপটপ, মোবাইল ইত্যাদিতে লিথিয়ামের বিপুল ব্যবহার রয়েছে। এই খনিজ পদার্থটি ভারতকে বিদেশ থেকেই সংগ্রহ করতে হয়। লিথিয়াম এবং কোবাল্টের মতো খনিজ আকরিক সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মও রয়েছে এবং সংস্থাও ভাগ করে দেওয়া আছে। তিনটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা, নালকো, হিন্দুস্তান কপার এবং খনিজ এক্সপ্লোরেশন লিমিটেড এই কাজ করে থাকে।

দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ছাড়াও চিলি, বলিভিয়ার মত লিথিয়াম উৎপাদনশীল দেশ থেকেও এই আকরিক কেনার আগ্রহ দেখিয়েছে ভারত। বর্তমানে এই ধরনের ব্যাটারির চাহিদা অত্যন্ত বেশি। গাড়ির ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে এই আকরিক থেকে উৎপন্ন পদার্থ। কিন্তু ভারতের ক্ষেত্রে আমদানির উপর পুরো নির্ভর করতে হয়। এর আগে চিন থেকে এই ধরনের পণ্য গুলি আসত। তবে সীমান্ত বিবাদের পর ভারতও চাইছে অন্য পথ দেখতে।

Advertisment

গত দশকে লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলির উন্নতি সত্ত্বেও, দীর্ঘ চার্জিংয়ে অনেকটা সময় লাগছে। শক্তিও কমেছে ব্যাটারির। লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলিকে ফোন এবং ল্যাপটপের মতো অ্যাপ্লিকেশনগুলির জন্য যথেষ্ট দক্ষ হিসাবে দেখা যাওয়ার কথাও ভাবা হচ্ছে। কার্যকর বিকল্প হিসাবে তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

china india china standoff