দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এয়ার রিজার্ভ বেসের কাছে এক ওয়্যার হাউজের ওপর ভেঙ্গে পড়ল এফ ১৬ যুদ্ধবিমান। প্রশিক্ষণ মহড়া চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। তবে বিমানচালককে ওই যুদ্ধবিমান থেকে নির্বিঘ্নে বের করে আনা সম্ভব হয়েছে, জানিয়েছেন সংশ্লিষ্ট দফতরের মুখপাত্র।
লস এঞ্জেলস টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিমানটি ওয়্যার হাউজের ওপর ভেঙে পড়ার সময় আগুন জ্বলে যায়।
সেনা ছাউনির মুখপাত্র মেজর পেরি কোভিংটন রয়টার্সকে জানিয়েছেন বৃহস্পতিবার বেলা ৩টে ৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন, শিশুমৃত্যুর হারের তালিকায় শীর্ষে ভারত: রিপোর্ট
বিপদ বুঝে বিমানচালক নিজেই যুদ্ধবিমান থেকে প্যারাশুট দিয়ে বেরিয়ে আসেন। তাঁর শরীরে কোনও আঘাত লাগেনি।" আগুন লাগার সময় ওয়্যার হাউজে কেউ থাকার সম্ভাবনা ছিল না বলেই জানিয়েছেন মুখপাত্র।
Read the full story in English