Advertisment

ভারত-চিন সেনা সংঘর্ষ ঘিরে উত্তর সিকিম সীমান্তে উত্তেজনা

ভারত-চিন সীমান্তে শনিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'দেশের সেনা জাওয়ানরা। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারত-চিন সীমান্তে শনিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'দেশের সেনা জাওয়ানরা। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছেন।

Advertisment

সূত্রের খবর, মুঙ্গুথাঙ্গের কাছে নাকুলা সেক্টারে বিতর্কিত ভারত-চিন সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটে। মুঙ্গুথাঙ্গ পার করে প্রায় সমুদ্রপৃষ্ট থেকে ৫ হাজার ফুট উচ্চতায় এই নাকুলা সেক্টর অবস্থিত।

জানা গিয়েছে, দু'দেশের সেনা জওয়ানরাই খুব আগ্রাসী ছিলেন। সংঘর্ষে জখম হয়েছেন দু'তরফের বেশ কয়েকজন জওয়ান। তবে, ভারত-চিন সেনাবাহিনীর স্থানীয়স্তরে আলাপ আলোচনার ভিত্তিতে অল্প কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা কমে যায়।

ভারত-চিন সীমান্ত নিয়ে বিতর্ক রয়েছে। যা নিয়ে দু'দেশের বিরোধও দীর্ঘ দিনের। সাধারণত, সেনাস্তরে পারস্পরিক আলোচনার ভিত্তিতেই বিরোধ মিটিয়ে ফেলা হয়। তাই শনিবারের ঘটনাকে ব্যতিক্রম বলেই মনে করা হচ্ছে। দীর্ঘ দিন পর সীমান্তে আবারও দু'দেশের সেনা জওয়ানরা মুখোমুখি সংঘর্ষে জড়াল বলে সূত্রে মারফত জানা যাচ্ছে।

বছর তিনেক আগে চিনের ডোকলাম সড়ক নির্মাণের বিরোধ করেছিল ভারত। ওই এলাকা ভূটান ও চিন- দুপক্ষই নিজেদের বলে দাবি করে। সেই সময় টানা ৭৩ দিন ধরে ভারত-চিন দুই দেশের সেনা মুখোমুখি অবস্থান করেছিল। চাপা উত্তেজনা থকলেও তখন সংঘর্ষের ঘটনা ঘটেনি। অবশ্য, ২০১৭ সালে লাদাখ সীমান্তে ভারত-চিনের সেনা জওয়ানরা হাতাহাতি-পাথর ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েছিল।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian army India china
Advertisment