ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে বিপাকে পড়ার নজির কম নেই। ফেসবুকে আলাপ করে বন্ধুত্ব পাতিয়ে পরে প্রতারণার শিকার হয়েছেন, এমন অপরাধের সংখ্যাও অগুন্তি। ফেসবুকের বন্ধু কি সত্যিই বন্ধু হয়? এবার এমন প্রশ্ন আরও একবার উঠল। ফেসবুক ফ্রেন্ডের বাবাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠল। ঘটনাস্থল এ রাজ্যের দুর্গাপুরে ফরিদপুর এলাকা। ফেসবুকের বান্ধবীর সঙ্গে তাকে দেখে ফেলেছিলেন বান্ধবীর বাবা। আর তারপরেই বান্ধবীর বাবাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
অভিযুক্ত যুবক উত্তর প্রদেশের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, "মেয়েটির সঙ্গে ওই যুবকের দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে দাবি করেছে অভিযুক্ত। সম্ভবত, মেয়ের সঙ্গে ওই যুবককে একসঙ্গে দেখে ফেলেন মেয়েটির বাবা। যার জেরেই গত রবিবার রাতে মেয়েটির বাবার উপর হামলা চালায় ওই যুবক।" মেয়েটির সঙ্গে দেখা করার জন্য শহরেরই একটি হোটেলে অভিযুক্ত যুবক উঠেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন, মোমো চ্যালেঞ্জ নিয়ে সচেতনতামূলক প্রচার সিআইডি-র
এ ঘটনা প্রসঙ্গে ওই নাবালিকা বলে, "বাবার চিৎকার শুনে আমি নীচে নেমে আসি। ছুরি নিয়ে ও আমার উপর হামলা চালানোর চেষ্টা করে। তখন উপরে এসে দরজা বন্ধ করে চিৎকার করি।" যুবকের সঙ্গে কি বন্ধুত্ব ছিল? জবাবে ওই মেয়েটি জানায়, অভিযুক্তের সঙ্গে তার কোনও বন্ধুত্ব ছিল না।
ইতিমধ্যেই এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
(আইএএনএস)