Advertisment

লোকসভার প্রাক্তন স্পিকারের পেজ ব্লক, কারণ খতিয়ে দেখছে ফেসবুক

বিহার নির্বাচনের আগে মীরা কুমারের তাঁর ফেসবুক পেজ ব্লক হওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বৃহস্পতিবার লোকসভার প্রাক্তন স্পিকার ও কংগ্রেস নেত্রী মীরা কুমারের ফেসবুক পেজটি ব্লক হয়ে গিয়েছিল। পরে অবশ্য তা আনব্লক করা হয়। কিন্তু, বিহার নির্বাচনের আগে তাঁর ফেসবুক পেজ ব্লক হওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। সন্দেহ প্রকাশ করেন খোদ মীরা কুমার। শুত্রবার ফেসবুক জানিয়েছে, কেন প্রাক্তন স্পিকারের পেজ ব্লক হল- তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisment

বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, 'আমরা শ্রীমতী মীরা কুমারের ফেসবুক পেজটি পুনরুদ্ধার করেছি । এই অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং পুরো বিষয়টির অনুসন্ধান করছি।'

অফিসিয়াল ফেসবুক পেজ ব্লক হওয়ার পরই গর্জে ওঠেন মীরা কুমার। জানিয়েছিলেন, 'এই ধরণের ঘটনা গণতন্ত্রেের উপর আঘাত।' হিন্দিতে টুইট করে মীরা বলেন, 'ফেসবুক পেজ ব্লক করা হল। কেন? গণতন্ত্রের প্রতি আঘাত! বিহার বিধানসভা নির্বাচনের আগে আমার ফেসবুক পেজটি ব্লক হল- এটা নিছক কাকতালীয় হতে পারে না।'

পরে ওইদিনই আরেকটি পোস্টের মাধ্যমে প্রাক্তন স্পিকার জানিয়েছিলেন, তাঁর পেজটি আনব্লক করা হয়েছে।

পেজ বা অ্যাকাউন্ট ব্লক করাকে কেন্দ্র করে গত কয়েকমাস ধরেই বিতর্কের কেন্দ্রে ফেসবুক। বাণিজ্যিক স্বার্থে ফেসবুক ভারতে বিজেপির অঙ্গুলিহিলনে চলছে বলে অভিযোগ বিরোধীদের। ফেসবুকের সঙ্গে গোপন আঁতাঁতের জন্য বিজেপিকে বিঁধেছে কংগ্রেস। কেয়ক সপ্তাহ আগেই নামী মার্কিন সংবাদমাধ্যমেও ফেসবুক-বিজেপি আঁতাঁতের প্রতিবেদন প্রকাশিত হয়। যা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। ফেসবুক অবশ্য জানিয়েছে, দেশ-ব্যক্তি ভেদে সংস্থার নীতি একই।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CONGRESS Facebook
Advertisment