Advertisment

পুলওয়ামার বলে চালানো হচ্ছে ইরাকের বিস্ফোরণের ভিডিও

"লোকজন ভিডিওটি আমাদের কাছে পাঠিয়ে জানতে চাইছিলেন যে এটা পুলওয়ামার ভিডিও কিনা। কিন্তু যদি আপনারা রাস্তার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন, এ রাস্তা কাশ্মীরের নয়।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভিডিওটির ১১ সেকেন্ডের মাথায় বিস্ফোরণের ছবি দেখা যাচ্ছে

জম্মু-কাশ্মীরের পুলওয়ামা হামলার পর সোশাল মিডিয়ায় ভুয়ো খবর আর ভুয়ো তথ্যের হিড়িক পড়েছে। তেমন একটি খবর ফাঁস করেছে বুম লাইভ নামক ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট। ইরাকে হামলার একটি পুরনো ভিডিও ৪০ জন সিআরপিএফ জওয়ানের প্রাণঘাতী পুলওয়ামা হামলার সিসিটিভি ফুটেজ বলে চালানো হচ্ছে।



৩০ সেকেন্ডের ওই ভিডিওটি সম্ভবত দূরে বসানো সিসিটিভি ক্যামেরায় তোলা। সেথানে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ির একটি কনভয় যাচ্ছে। ১১ সেকেন্ডের মাথায় ব্যাপক বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে ওই ফুটেজে। এই ফুটেজ পুলওয়ামা হামলার বলে বহুল পরিমাণে ছড়িয়ে পড়েছে। বুম লাইভের ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে জানা যাচ্ছে এই ভিডিওটি ২০০৭ সালের আইইডি বিস্ফোরণের ভিডিও ফুটেজ।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে বুম লাইভের ম্যানেজিং অডিটর জেন্সি জ্যাকব জানিয়েছেন তাঁদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনের মাধ্যমে এই ভিডিওটি তাঁদের নজরে আসে। "লোকজন ভিডিওটি আমাদের কাছে পাঠিয়ে জানতে চাইছিলেন যে এটা পুলওয়ামার ভিডিও কিনা। কিন্তু যদি আপনারা রাস্তার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন, এ রাস্তা কাশ্মীরের নয়।" এরপর তাঁরা গুগলে রিভার্স ইমেজ সার্চ করেন এবং দেখেন ২০০৮ সালের এপ্রিল মাসে বহুবার ইউটিউবে ভিডিওটি আপলোড করা হয়েছে। এর পর জানা যায় এ বিস্ফোরণের ছবি ২০০৭ সালের সেপ্টেম্বর মাসের।

এরপর বিষয়টি ফেসবুককে জানানো হয়। জেন্সি জানিয়েছেন, "কতগুলি প্ল্যাটফর্মে এ ভিডিও শেয়ার করা হয়েছে, তার কোনও নির্দিষ্ট হিসেব নেই। তবে আমরা ফেসবুককে বিষয়টি জানিয়েছি। ভিডিওটি তারা তুলে নেবে কিনা সেটা তাদের সিদ্ধান্ত।"



এই হামলার আগে পর্যন্ত জম্মু-কাশ্মীর সড়কে কোনও সিসিটিভি ছিল না। হামলার পর রাজ্য পুলিশকে শ্রীনগর-সোনমার্গ এবং জম্মু-শ্রীনগর সড়কে সিসিটিভি বসানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। শ্রীনগরের আধিকারিকরা মনে করছেন, নিত্য কনভয় যাতায়াতের পরিপ্রেক্ষিতে দুটি সড়কই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলওয়ামায় আত্মঘাতী হামলার ঘটনা, যার দায় স্বীকার করেছে জৈশ-এ-মহম্মদ, কয়েক দশকের মধ্যে জম্মু-কাশ্মীরে ঘটা বীভৎসতম বলে গণ্য করা হচ্ছে।

বুমের তরফ থেকে আরও একটি ভুয়ো খবর ফাঁস করা হয়েছে। সিরিয়ার একটি গাড়ি বোমাবিস্ফোরণের ঘটনা পুলওয়ামার ফুটেজ বলে ব্যবহৃত হচ্ছে। সিরিয়া-তুর্ক সীমান্তে একটি সিকিওরিটি চেকপয়েন্টের কাছে গাড়িবোমা বিস্ফোরণের ৯ সেকেন্ডের ভিডিও ফেসবুকে পুলওয়ামার ভিডিও বলে প্রচারিত হচ্ছিল। রিভার্স ইমেজে দেখা গেছে এ ঘটনা তুর্ক সীমান্তে, যেখানে বিস্ফোরণ ঘটেছিল এ বছরের ১২ ফেব্রুয়ারি।

Advertisment