Advertisment

কলকাতায় লক্ষাধিক টাকার জালনোটসহ ধৃত ১

Kolkata Police Seized Fake Indian Notes:সোমবার সন্ধে ৫টা ৫০ মিনিট নাগাদ ধর্মতলা চত্বর থেকে মুজিবরকে গ্রেফতার করা হয়। ধৃত মুজিবর শেখের বাড়ি মালদহে বলে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
fake note, জালনোট

Fake Indian Currency Notes in Kolkata: কলকাতায় জালনোটসহ ধৃত ১।

Fake Indian Currency Notes: জালনোটের কারবার যে কিছুতেই ঠেকানো যাচ্ছে না, তার আরও একবার প্রমাণ হাতেনাতে মিলল। আবারও লক্ষাধিক টাকার জালনোট উদ্ধার করা হল। এবার অন্য কোথাও নয়, খোদ কলকাতার ধর্মতলা চত্বর থেকেই জালনোট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সোমবার বিশ্বকর্মা পুজোর দিন ধর্মতলা এলাকা থেকে ৫ লক্ষ টাকার জালনোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মুজিবর শেখ নামের এক ব্যক্তিকে জালনোটসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধে ৫টা ৫০ মিনিট নাগাদ ধর্মতলা চত্বর থেকে মুজিবরকে গ্রেফতার করা হয়। ধৃত মুজিবর শেখের বাড়ি মালদহে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, ধৃতের থেকে মোট ৫ লক্ষ টাকার জাল নোট মিলেছে এবং সবই ২ হাজারের নোট।

আরও পড়ুন, বাগরি অগ্নিকাণ্ডে মালিকপক্ষের বিরুদ্ধে এফআইআর দমকলের

এ ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, ধৃত মুজিবর শেখ জালনোট পাচারের কারবারের সঙ্গে জড়িত। ধৃত মুজিবরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৪৮৯বি ও ৪৮৯ সি ধারায় মামলা রুজু করা হয়েছে।

প্রায়শই জালনোট উদ্ধারের খবর সামনে আসছে। কখনও শহর তো কখনও জেলায়। কিছুতেই জালনোট কারবার ঠেকানো যাচ্ছে না। বিশেষত মালদহে প্রায়শই জালনোট চক্রের হদিশ পাওয়া যায়। নোট বাতিলের পর নতুন দুহাজারের জালনোটের সংখ্যাও নেহাত কম নয়। প্রশাসনের হাজারো পদক্ষেপ সত্ত্বেও যে জালনোটের মতো অসাধু কারবার রোখা সম্ভব হচ্ছে না, তা শহর কলকাতায় ওই জালনোট কারবারির গ্রেফতারিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

kolkata police kolkata news
Advertisment