ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর ৯ মাস কেটে গেলেও যুদ্ধের কোনো সমাধান সূত্র মেলেনি। হাজার হাজার রুশ সেনা এখনও ইউক্রেনে সামরিক অভিযানে সামিল। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আছড়ে পড়েছে সেনা পরিবারের সদস্যদের ক্ষোভ। রুশ সেনা পরিবারের সদস্যরা রাজধানী মস্কোতে বিক্ষোভে সামিল হয়েছে। দাবি জানিয়েছেন, তারা তাদের ছেলে- স্বামীকে ফিরে পেতে চান।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রতিবাদের অনেক ভিডিও। যুদ্ধরত রুশ সেনাদের মা, বোন, মেয়ে ও স্ত্রীরা এই বিক্ষোভে অংশ নেন এবং স্লোগান তোলেব। তাদের দাবি এখন পুতিন যেন তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেন। এক বছর আগে বাড়ি ছেড়ে আসা সেনা সদস্যদের পরিবার দাবি করছে যুদ্ধ নয়, শান্তি চান। যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে হবে। 'এক বছর হয়ে গেছে, আমরা আমাদের সন্তানদের ফিরে পেতে চাই'।
যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদী মহিলারা এক ভিডিও বার্তায় বলেছেন, "আমরা শান্তি চাই। এক বছর আগে ইউক্রেনে যুদ্ধ করতে যাওয়া সৈন্যদের এখন দেশে ফিরিয়ে আনা উচিত। "আন্দোলনরত মহিলারা আরও বলেন, "আমাদের সন্তানরা বীরত্বের সঙ্গে দেশের জন্য লড়াই করেছে। তারা তাদের রক্ত ঝরিয়েছে। এখন তাদের পরিবারের কাছে ফিরিয়ে যেতে হবে, কিন্তু সরকার তা করছে না" । পুতিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে তারা বলেন, "রুশ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে ইউক্রেনে যুদ্ধ শেষ হলে সেনাদের ফিরিয়ে আনা হবে"।
এমন দাবির পালটা ক্রেমলিন বলছে, বর্তমানে ইউক্রেনে রুশ সেনা মোতায়েন রয়েছে। তাদের সেখানে প্রয়োজন। যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধ শেষ হলেই সৈন্যরা ফিরে আসবে। বর্তমানে তারা মাতৃভূমির জন্য কাজ করছেন।